সারদা মার একটি অলৌকিক দর্শন - Spirituality Religion

Header Ads

সারদা মার একটি অলৌকিক দর্শন

সারদা মার একটি অলৌকিক দর্শন

Sri Sarada Devi,
Sri Sarada Devi, 
রাসবিহারী মহারাজ ছিলেন মার সেবক।
 মা খুব স্নেহ করতেন। 
জয়রামবাটিতে একদিন মহারাজ শ্রীসারদা মাকে বললেন 'মা আমার জীবন কি এইভাবেই যাবে?
এই বাড়ি তৈরি, 
বাজার করা, 
হিসাব লেখা----
এসব করে কি হবে আমার?
 মা শান্ত কণ্ঠে বললেন---
"তা আর কি বলবে বলো।
 এবার যে এসব করেই তাঁকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি।
 নিষ্কাম ভেবে এসব করলেই মুক্তি হয়ে যাবে।
 আর কি করতে চাও বা তুমি?"
 "তপস্যা করতে চাও হিমালয়ে যেতে চাও।
 সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের
মধ্যে মারামারি করছে রুটির জন্য একটা কম্বলের জন্য।
 তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে এর কি তুলনা আছে?
শুধু তাঁর কাজ ও সেবা ভেবে কাজ করা।
আর তুমি যা করছ এসব যে আমার কাজ।
 শুনছ রাসবিহারী-----------
দেখ আমার দিকে চেয়ে। "
রাসবিহারী মহারাজ শ্রী সারদা মার দিকে তাকিয়ে দেখেন
সেই বৃদ্ধা সাদামাটা মহিলাটি তাঁর জায়গায় জ্যোতির্ময়ী এক
দেবী মূর্তি বসে আছেন।
চারিদিকে জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে।
 রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে
পারলেন না।
ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন তিনি। 
সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন 
"ও কি রাসবিহারী
কি হলো তোমার চোখ বন্ধ করলে কেন? দেখ চেয়ে দেখ।"

রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা।
তাঁর অতি পরিচিত চেহারায় তাঁর সামনে বসে আছেন।
 মুখে সেই পরিচিত মিষ্টি হাসি।
Read More

No comments

Powered by Blogger.