Subscribe to:
Post Comments
(
Atom
)
আমার হাল দেখে পূজনীয় মহারাজ জিজ্ঞাসা করলেন, "কি হলো ?"
আমি বললাম,"মহারাজ, আঙ্গুল কেটে গেছে !""তোমায় কি কাটতে বলেছিলাম ?""মহারাজ, আপনি বেগুন কাটতে বলেছিলেন ।""তুমি কি কেটেছ ?""আমি আঙ্গুল কেটেছি ।""জানো, দু'টো জিনিস আছে - *কর্মযোগ* আর *কর্মভোগ* । আমাদের মন সবসময় নানান বিষয়ে ছড়িয়ে রয়েছে । মনের মধ্যে নানান জনের নানান কথা, চিন্তা হচ্ছে... মন ছড়িয়ে পড়ছে এইসব কথাবার্তায়, চিন্তায়।তুমি যখন কোনও কাজ করবে ... একশো ভাগ মন দিয়ে করবে ... তাহলে ওই কাজ সুন্দর হবে, কাজে তৃপ্তিও আসবে । মনের বাজে খরচ হবে না । আর, তখনই কাজ হবে ... *কর্মযোগ* । তা না হ'লে সেটা হ'লো *কর্মভোগ* । আমরা কাজ করতে গিয়ে যে অকাজ করি, তাতে আমাদেরই ভুগতে হয় - যেমনটি তোমার হলো । *কর্মভোগ* হলো, *কর্মযোগ* হলো না ।"

No comments