আলমবাজার মঠ (ফেব্রুয়ারি ১৮৯২- 13 ফেব্রুয়ারি ১৮৯৮) - Spirituality Religion

Header Ads

আলমবাজার মঠ (ফেব্রুয়ারি ১৮৯২- 13 ফেব্রুয়ারি ১৮৯৮)

আলমবাজার মঠ (ফেব্রুয়ারি ১৮৯২- 13 ফেব্রুয়ারি ১৮৯৮)

"আলমবাজার মঠে পরস্পরের প্রতি কি গভীর শ্রদ্ধার ভাবছিল! ঘরের ভিতরে কেহ পড়িতেছেন, কেহ বা জপ- ধ্যান করিতেছেন - পাছে তাঁহার কোন ব্যাঘাত হয়, এইজন্য অপর সকলে সংযত পদক্ষেপে যাতায়াত করিতেন। মোট কথা, প্রত্যেক লোক অপরকে শ্রীরামকৃষ্ণের ক্ষুদ্র প্রতিকৃতি বা অনুরূপ মনে করিতেন এবং সেই ভাবে সেবা ও শ্রদ্ধা করিতেন। এই সময় কে কার চেয়ে উঁচু বা নিচু এ বিষয়ে বিচার্য ছিল না-- সমষ্টি ও সংঘ টাই এক অদ্ভুত জীবন্ত প্রাণবন্ত ব্যক্তিপুঞ্জ ছিল।" মহাপুরুষ শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজের অনুধ্যান। 
স্বামীজি বেশির ভাগ হল ঘরে সকলের সঙ্গে বসিতেন। ভিতরের বাড়ির শুইবার ছোট ঘরে ও কখনও কখনও গুরুভাইদের সহিত বসিয়া হাসিতামাশা করিতেন। সকাল ৮টা ৯টা আন্দাজ হলঘরে বা ভেতরেদিকে বারান্দায় গীতা, উপনিষদ বা প্রশ্নোত্তরের ক্লাস চলিত। ব্রহ্মচারী ও সাধুরা উপস্থিত থাকতেন।

আলমবাজার মঠে হরি মহারাজ নতুন সাধু- ব্রহ্মচারীদের লইয়া শাস্ত্রাদি পাঠ করতেন, সকাল-সন্ধ্যা সমবেতভাবে ধ্যান করিতেন, স্ত্রোত্র মুখস্থ করা ছন্দবদ্ধ সুরে আবৃত্তি করা প্রভৃতি শিক্ষা দিতেন  --- অতীতের স্মৃতি


আলমবাজার মঠ (ফেব্রুয়ারি ১৮৯২- 13 ফেব্রুয়ারি ১৮৯৮)

No comments

Powered by Blogger.