আমাদের সংঘের গৌরব ঃ- শ্রীরামকৃষ্ণ সঙ্গের অনন্যতা
আমাদের সংঘের গৌরব ঃ-
ব্রহ্মচারী বা সন্ন্যাসীরূপে শ্রীরামকৃষ্ণের মহৎ নাম বহনকারী এই সংঘভুক্ত হওয়া মহাভাগ্যের ব্যাপার এতে কোন সন্দেহ নেই। আমাদের সাধুদের মধ্যে আধ্যাত্মিক জীবনের প্রতি জলন্ত ও ঐকান্তিক আগ্রহ আমি লক্ষ্য করছি। হয়তো তাঁরা পূর্ণতবের আদর্শে পৌঁছতে পারেননি, তবে আন্তরিকভাবে তাঁরা সেটাই চান,। আমাদের দেশের সহস্র সহস্র সাধুদের মধ্যে এরুপ ঐকান্তিকতা হয়তো সুলভ নয়, তবে দুর্লভও নয়। আমাদের সঙঘের এই অনন্য বৈশিষ্ট্যাটি তোমাদের চরিত্র রূপায়ণে সচেতনভাবে সর্বাপেক্ষা সহায়তা করবে, অর্থাৎ উদ্দেশ্যের প্রতি চূড়ান্ত যত্নশীল হবে __স্বামী বিরজানন্দ মহারাজ
ব্রহ্মচারী বা সন্ন্যাসীরূপে শ্রীরামকৃষ্ণের মহৎ নাম বহনকারী এই সংঘভুক্ত হওয়া মহাভাগ্যের ব্যাপার এতে কোন সন্দেহ নেই। আমাদের সাধুদের মধ্যে আধ্যাত্মিক জীবনের প্রতি জলন্ত ও ঐকান্তিক আগ্রহ আমি লক্ষ্য করছি। হয়তো তাঁরা পূর্ণতবের আদর্শে পৌঁছতে পারেননি, তবে আন্তরিকভাবে তাঁরা সেটাই চান,। আমাদের দেশের সহস্র সহস্র সাধুদের মধ্যে এরুপ ঐকান্তিকতা হয়তো সুলভ নয়, তবে দুর্লভও নয়। আমাদের সঙঘের এই অনন্য বৈশিষ্ট্যাটি তোমাদের চরিত্র রূপায়ণে সচেতনভাবে সর্বাপেক্ষা সহায়তা করবে, অর্থাৎ উদ্দেশ্যের প্রতি চূড়ান্ত যত্নশীল হবে __স্বামী বিরজানন্দ মহারাজ
No comments