আমার সন্ন্যাস-জীবন ও বেলুড়মঠ - স্বামী সোমেশ্বরানন্দ । যখনই ঝগড়া হবে পুরো ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যান ২-৩ দিনের জন্য। সব ঠিক হয়ে যাবে। - Spirituality Religion

Header Ads

আমার সন্ন্যাস-জীবন ও বেলুড়মঠ - স্বামী সোমেশ্বরানন্দ । যখনই ঝগড়া হবে পুরো ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যান ২-৩ দিনের জন্য। সব ঠিক হয়ে যাবে।

প্রচুর পড়াশোনা ছিল স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজের। 

BELUR MATH
BELUR MATH 
কঠিন-কঠিন দার্শনিক তত্ত্ব, এমন-কি আধুনিক বিজ্ঞানের লেটেস্ট থিওরী নিয়েও অনর্গল বলে যেতে পারতেন। অথচ বন্ধুর মতো কথা বলতেন, ব্যবহার করতেন। বলতেন – জীবন একটা শিল্প (art)। সুন্দরভাবে বেঁচে থাকা, নিজে আনন্দে থাকা ও অন্যকে আনন্দ দেওয়া, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে জীবন কাটানো।
এক ভদ্রলোক। স্ত্রীর বিরুদ্ধে তাঁর নানান অভিযোগ। মহারাজ তাঁর কাঁধে হাত রেখে বললেন – কিন্তু তাঁর ত্যাগটা দেখুন। ভোর থেকে উঠে কাজ শুরু। ঘর সামলানো, রান্না করা, হিসেব রাখা, ছেলেমেয়েদের সময়মতো স্কুলে পাঠানো, অতিথি এলে চা করে দেওয়া, বাজার করা, সারাদিন কতো কাজ। রবিবারেও ছুটি নেই। এতো কাজের চাপে মাঝেমাঝে মাথা গরম হইয়াটা স্বাভাবিক। মানিয়ে নিন। এক কাজ করুন। যখনই ঝগড়া হবে পুরো ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যান ২-৩ দিনের জন্য। সব ঠিক হয়ে যাবে।

                                       - স্বামী সোমেশ্বরানন্দ (আমার সন্ন্যাস-জীবন ও বেলুড়মঠ)।

No comments

Powered by Blogger.