কেউ কেউ বলেন, স্বামীজী ও শ্রীশ্রীমা শ্রীরামকৃষ্ণদেবের পুরাণবর্ণিত কার্য-সাধন-উপযোগী একাধিক দেহ ছিলেন তাঁর কাজে সহায়তার জন্য।
‘শ্রীরামকৃষ্ণদেবের শ্রেষ্ঠ বার্তাবহ স্বামীজী’
============================
‘শ্রীরামকৃষ্ণদেবের শ্রেষ্ঠ বার্তাবহ স্বামীজী’
============================
SRI
RAMAKRISHNA
|
তুমি মোর। কভু দেখি আমি তুমি তুমি আমি।” প্রসঙ্গতঃ উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে এরূপে অভিন্নস্বরূপতার সম্পর্ক আর একজনের সম্বন্ধে পাওয়া যায়—তিনি শ্রীশ্রীমা সারদাদেবী। শ্রীশ্রীমা বলতেন, তাঁর ও ঠাকুরের মধ্যে কোন পার্থক্যই নেই—শুধু রূপের পার্থক্য। “যেই ঠাকুর সেই আমি।” কেউ কেউ বলেন, স্বামীজী ও শ্রীশ্রীমা শ্রীরামকৃষ্ণদেবের পুরাণবর্ণিত কার্য-সাধন-উপযোগী একাধিক দেহ ছিলেন তাঁর কাজে সহায়তার জন্য।
No comments