সব জায়গাতেই performance দেখা হয় position নয় !!
কোনো এক ব্রাহ্মণ মৃত্যুর পর স্বর্গে পৌঁছোনোর লাইনে দাঁড়িয়ে আছেন! ওনার সামনে জীন্স, টী শার্ট আর চোখে রোদ চশমা পরা একটি কম বয়সি ছেলে দাঁড়ানো...
ব্রাহ্মণ মহাশয় কৌতুহল চেপে ধর্মরাজের অপেক্ষা করতে লাগলেন ৷ধর্মরাজঃ কে তুমি বাপু?
![]() |
| position |
ছেলেঃ বাস ড্রাইভার ৷
ধর্মরাজঃ এই নাও পিওর ঊলের শাল, আর ভিতরে গিয়ে সোনার খাটটি নিয়ে নাও।
ধর্মরাজ ব্রাহ্মণকেঃ কে তুমি?
ব্রাহ্মণঃ আমি ব্রাহ্মণ! আর গত ৪৫ বছর ধরে মানুষকে ভগবানের মহত্তের কথা শুনিয়েছি৷
ধর্মরাজঃ এই নাও সুতির চাদর, আর ভেতরে গিয়ে নারকেলের রসির খাটটা নিয়ে নাও।
ব্রাহ্মণঃ প্রভু? এটা কি ঠিক করলেন? ও রাফ ড্রাইভিং করে সোনার খাট পেল আর আমি সারা জীবন ভগবানের গুণ গেয়ে সুতির চাদর!!
ধর্মরাজঃ রেজাল্ট বৎস... রেজাল্ট!
যখন তুমি ভক্তদের ভগবানের বাণী শোনাতে তখন সব ভক্তরা ঘুমাতো৷
আর যখন ওই ড্রাইভারটা রাফ ড্রাইভিং করত তখন সব যাত্রীরা সত্যিসত্যি মনে প্রাণে আমাকে স্মরন করত৷


No comments