VISIT TODAY RAMAKRISHNA II স্বামী ভূতেশানন্দ মহারাজের সাথে কথোপকথন - Spirituality Religion

Header Ads

VISIT TODAY RAMAKRISHNA II স্বামী ভূতেশানন্দ মহারাজের সাথে কথোপকথন

স্বামী ভূতেশানন্দ মহারাজের সাথে কথোপকথন

Sri Ramakrishna

Sri Ramakrishna



Sri Ramakrishna

Sri Ramakrishna
স্বামীভূতেশানন্দ মহারাজের সাথে কথোপকথন

মানুষ কতভাবে মনের ভাব প্রকাশ করতে পারে ।
মহারাজ ঃ তা কেউ কেউ মনের ভাবকে চাপতে‌ও পারে । 
------
বাইরে প্রকাশ করতে জানে না ।
মহারাজ ঃ ভেতরটা জ্বলে পুরে যাচ্ছে , বাইরেটা একেবারে শান্ত --- এমন হয় । আগ্নেয়গিরি যেমন বাইরে প্রকাশের আগে শান্ত হয়ে থাকে কিন্তু ভেতরটা জ্বলছে সর্বদা । 
-----
মানুষের ক্ষেত্রে এটা তো ভাল নয় ।
মহারাজ ঃ ভাল তো নয়‌ই , বরং সেটা কপটতা । বাংলায় বলে বর্ণচোরা আম । বর্ণচোরা আম --- দেখতে যদিও কাঁচা , ভেতরে পেকে গেছে ।
------
বর্ণচোরা । বর্ণটা সবুজ‌ই আছে । ভেতরটা পেকেছে । ( সকলের হাসি )
মহারাজ ঃ হুঁ । আমি যে তোমাদের হাসিটা দেখতে পাচ্ছি না --- খুব যে মুশকিল হল ।
-----
চোখে আজকে ওষুধ দিয়েছে ? ও ঠিক হয়ে যাবে মহারাজ । 
মহারাজ ঃ ঠিক হয়ে যাবে ? কবে ?
-------
আজকে চশমা পরে আছেন । কালকে হয়তো ঠিক হয়ে যাবে ।
মহারাজ ঃ তার মানে তুমি বলছ , কালকে অবধি থাকবে ? ও বাবা ! ( সকলের হাসি )
------
না , তা কেন ? তার আগেই ঠিক হয়ে যেতে পারে ।
মহারাজ ঃ তুমি এসে আমার রোগ দেখবে ?
----
না মহারাজ । আমরা এসে দেখব আপনার রোগ সেরে গেছে । চোখে ব‍্যথা হচ্ছে মহারাজ ?
মহারাজ ঃ হুঁ । রোগটা কি চোখে দেখা যায় ?



No comments

Powered by Blogger.