VISIT TODAY SARADA II ** বাসনা ত্যাগ ** - Spirituality Religion

Header Ads

VISIT TODAY SARADA II ** বাসনা ত্যাগ **

Sri Sarada Devi

Sri Sarada Devi



Swami Shivananda

Swami Shivananda

BANERSHAR SHIVA LINGA

BANERSHAR SHIVA LINGA



Ma Bhabatarini (Kali)

Ma Bhabatarini (Kali)

Ma Bhabatarini (Kali)

Ma Bhabatarini (Kali)




Sri Sarada Devi

Sri Sarada Devi
** বাসনা ত্যাগ **
কেউ কেউ বলে--- আপনি বড় কঠিন নিয়ম বলেন।
আমি বলি-- কঠিন নিয়ম তো আমি বলি না , শাস্ত্র বলেন। আমি কি করব !
একজন বলছে--- বড় অশান্তি। কী করলে শান্তি হবে ?
আমি বললাম--- একটা সোজা উপায় আছে। বাসনা ছেড়ে দাও।
তো অমনি মুখটা চুন হয়ে গেল।
তা বলছে-- আমরা সংসারী লোক , বাসনা ছেড়ে দেওয়া কী করে সম্ভব !

তখন বলি--- তাহলে অশান্তি দূর করাই বা কী করে সম্ভব ?
একটাই পথ আছে--- বাসনা ত্যাগ। তা যদি না করতে পার , অশান্তি যাবে না।


" অনিত্যম্ অসুখং লোকম্ ইমং প্রাপ্য ভজস্ব মাম্।"
-(
গীতা-/৩৩)
জগৎটা অনিত্য এবং দুঃখময়। এখানে ভগবানের ভজনা কর। তা যদি না পার , জগৎটা অনিত্য ও দুঃখময় বলে যদি ধরে নিতে না পার , তবে কখনো শান্তি আসবে না।

No comments

Powered by Blogger.