শ্রীমৎ স্বামী তুরিয়ানন্দ জী মহারাজ এর শুভ জন্মতিথি, - Spirituality Religion

Header Ads

শ্রীমৎ স্বামী তুরিয়ানন্দ জী মহারাজ এর শুভ জন্মতিথি,

Sri Sarada Devi

Sri Sarada Devi

Sri Sarada Devi

Sri Sarada Devi

Swami Turiyananda
Swami Turiyananda



BANERSHAR SHIVA LINGA

BANERSHAR SHIVA LINGA



Swami Vivekananda

Swami Vivekananda
( স্বামী গম্ভীরানন্দ মহারাজ  
মঠ - জীবনে হাজার দুঃখ -কষ্টের মধ‍্যেও যুবক সন্ন‍্যাসীদের জীবনে আনন্দের অভাব ছিল না ।
বরানগরের মঠের ঐ বাড়িটি , ভূতের বাড়ি বলে সবাই ভয় পেত ।
 সন্ন‍্যাসীরা এই নিয়ে আলোচনা করতেন এবং তাঁরা অনেকেই নিজের চোখে ভূত দেখেছেন ।
একদিন গভীর রাতে সকলে ঘুমিয়ে আছেন এমন সময় শুনলেন   ছাদে গড়গড় ঘরঘর শব্দ , অনেকে ভয়ে অস্থির । 
তাঁরা রামকৃষ্ণানন্দকে বলতে লাগলেন    এ কোথায় নিয়ে এলি , ভাই
এ যে সত‍্যিই ভূতের ভাঁটা-খেলা চলছে !!
শশী মহারাজও শব্দ শুনে উঠে বসেছেন ।
 উত্তেজিত হয়ে বলছেন "দাঁড়া , আজ তোদের ভূতের বাপের শ্রাদ্ধ করে তবে ছাড়বো ।"
একটা বড় লাঠি হাতে , মার মার শব্দ করে দুমদাম করে সোজা ছাদে গিয়ে উপস্থিত ।
গিয়ে দেখলেন , একটি ডাম্বেল আর একটা লণ্ঠন !
তিনি চিৎকার করে ডাকলেন সবাই কে   "ভূত বুঝি আবার লণ্ঠন নিয়ে ভাঁটা খেলে ?"

পরে জানা গেল , এসব স্বামী সারদানন্দ ও সদানন্দের কীর্তি ।।

No comments

Powered by Blogger.