শ্রীমৎ স্বামী তুরিয়ানন্দ জী মহারাজ এর শুভ জন্মতিথি,
Sri
Sarada Devi
|
Sri
Sarada Devi
|
Swami Turiyananda |
BANERSHAR
SHIVA LINGA
|
Swami
Vivekananda
|
(
স্বামী
গম্ভীরানন্দ মহারাজ )
মঠ
-
জীবনে
হাজার দুঃখ -কষ্টের
মধ্যেও যুবক সন্ন্যাসীদের
জীবনে আনন্দের অভাব ছিল না ।
বরানগরের
মঠের ঐ বাড়িটি ,
ভূতের
বাড়ি বলে সবাই ভয় পেত
।
সন্ন্যাসীরা
এই নিয়ে আলোচনা করতেন এবং
তাঁরা অনেকেই নিজের চোখে ভূত
দেখেছেন ।
একদিন
গভীর রাতে সকলে ঘুমিয়ে আছেন
এমন সময় শুনলেন ছাদে
গড়গড় ঘরঘর শব্দ ,
অনেকে
ভয়ে অস্থির ।
তাঁরা রামকৃষ্ণানন্দকে বলতে লাগলেন এ কোথায় নিয়ে এলি , ভাই ?
তাঁরা রামকৃষ্ণানন্দকে বলতে লাগলেন এ কোথায় নিয়ে এলি , ভাই ?
এ
যে সত্যিই ভূতের ভাঁটা-খেলা
চলছে !!
শশী
মহারাজও শব্দ শুনে উঠে বসেছেন
।
উত্তেজিত হয়ে বলছেন "দাঁড়া
,
আজ
তোদের ভূতের বাপের শ্রাদ্ধ
করে তবে ছাড়বো ।"
একটা
বড় লাঠি হাতে ,
মার
মার শব্দ করে দুমদাম করে সোজা
ছাদে গিয়ে উপস্থিত ।
গিয়ে
দেখলেন ,
একটি
ডাম্বেল আর একটা লণ্ঠন !
তিনি
চিৎকার করে ডাকলেন সবাই কে "ভূত
বুঝি আবার লণ্ঠন নিয়ে ভাঁটা
খেলে ?"
পরে
জানা গেল ,
এসব
স্বামী সারদানন্দ ও সদানন্দের
কীর্তি ।।
No comments