বেলুড় মঠের পুরানো ঠাকুরঘর সম্বন্ধে কিছু অজানা তথ্য.... - Spirituality Religion

Header Ads

বেলুড় মঠের পুরানো ঠাকুরঘর সম্বন্ধে কিছু অজানা তথ্য....

বেলুড় মঠের পুরানো ঠাকুরঘর সম্বন্ধে কিছু অজানা তথ্য.........................

Old Temple in Belur Math,বেলুড় মঠের পুরানো মন্দির
বেলুড় মঠের পুরানো মন্দির 
এই ছবিটি হলো বেলুড় মঠের পুরানো মন্দির বা পুরানো ঠাকুরঘরের ছবি।

তখনও বেলুড়ে বর্তমান মন্দির তৈরী হয়নি। 
স্বামীজী ফ্রান্স(France) থেকে পোর্সিলিনের ঠাকুরের পট(Photo) তৈরী করিয়ে মঠে নিয়ে আসেন,
 সেই পটেই ঠাকুরের পূজা হতো। 
আর ঠাকুরের সিংহাসনটি নিরঞ্জন মহারাজ (স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজ) Swami Niranjananandaji Maharaj.

 নিজেই বিশেষভাবে তৈরী করান।
 তারপর প্রায় চল্লিশ বছর ধরে এই ঠাকুরঘরে এই সিংহাসনে এই পট(Photo) পূজিত হবার পর ঠাকুরের নতুন মন্দির তৈরী হয় ও সেখানেই বর্তমানে পূজিত শ্রীশ্রীরামকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। 

তখন থেকেই এই সিংহাসন সমেত ঠাকুরের পটটি বর্তমানে নতুন মন্দিরে ঠাকুরের শয়নকক্ষে পূজিত হচ্ছে, 
যেখানে সাধারণের প্রবেশ নিষেধ।

বর্তমানে পুরানো ঠাকুরঘর, 
মানে পুরানো মন্দিরে এই জায়গায় একটি বড় সাইজের ঠাকুরের তৈলচিত্র শোভা পাচ্ছে, 
যা অনেক পরবর্তী সময়ে বসানো হয়েছে। 

অথচ আমাদের অনেকেরই ভুল ধারণা যে সেটিই আদিতে পূজিত চিত্র।

রামকৃষ্ণ শরণম্ কৃপা হি কেবলম্!!!

জয় মা!!!
পুরানো ঠাকুরঘর,
পুরানো ঠাকুরঘর


No comments

Powered by Blogger.