রুদ্র ধ্যান গুহা কেদারনাথ, কেদারনাথের ধ্যান গুহা করবেন । দেখে নিন আপনি কিভাবে যেতে পারবেন সেই গুহায়। II Kedarnath - Rudra Meditation cave - Spirituality Religion

Header Ads

রুদ্র ধ্যান গুহা কেদারনাথ, কেদারনাথের ধ্যান গুহা করবেন । দেখে নিন আপনি কিভাবে যেতে পারবেন সেই গুহায়। II Kedarnath - Rudra Meditation cave



Kedarnath - Rudra Meditation cavern

Rudra_Meditation_cave_Kedarnath

Rudra_Meditation_cave_Kedarnath


রুদ্র ধ্যান গুহা কেদারনাথ কেদারনাথের ধ্যান গুহা এখন খুব চর্চায়। দেখে নিন আপনি কিভাবে যেতে পারবেন সেই গুহায়। ইচ্ছে হলে আপনিও কেদারনাথের সেই গুহায় রাত কাটাতে পারেন। সেখানে ধ্যান করতে পারেন বা না-ও পারেন। গুহা-বাসের জন্য মাত্র ৯৯০ টাকা ভাড়া গুনতে হবে। ভয় পাবেন না। প্রাকৃতিক গুহা হলেও, পাথর দিয়ে তৈরি বাইরের দেওয়ালে শক্তপোক্ত কাঠের দরজা রয়েছে। বিদ্যুৎ রয়েছে। সুইচ টিপলেই আলো। জল গরমের জন্য মিলবে গিজার, আছে রুম হিটার। সকাল-সন্ধ্যায় চা। প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন, নৈশভোজ-ও। এর পরেও কিছু দরকার পড়লে গুহায় বসে ঘন্টি বাজালেই হাজির হবেন বেয়ারা। ভাববেন না, প্রাতঃকৃত্য করতে বা স্নানের জন্য বরফ ঠান্ডা মন্দাকিনীর জলে নামতে হবে। গুহার সঙ্গেই রয়েছে শৌচালয়, স্নানের জায়গাও। এ ছাড়াও জরুরি প্রয়োজনে পর্যটকেরা টেলিফোন ব্যবহারের সুবিধা পাবেন।
Rudra_Meditation_cave_Kedarnath

Rudra_Meditation_cave_Kedarnath




চাইলে যে কেউ গঢ়বাল মণ্ডল বিকাশ নিগম (জিএমবিএন)-এর তৈরি এই গুহা ভাড়া নিতে পারেন। বস্তুত, গত সেপ্টেম্বর থেকে ওই গুহা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। বরফ পড়ার আগে, ঠান্ডা পড়তে শুরু করায় দু’টি মাত্র বুকিং হয়েছিল। নিগমের কর্তাদের বক্তব্য, গত মরসুমে ভাড়াটাও অনেক বেশি ছিল। মাথা পিছু তিন হাজার টাকা। নিয়ম ছিল, অন্তত তিন দিনের জন্য বুকিং করতে হবে। এ বার ভাড়াও কমিয়ে দেওয়া হয়েছে। তিন দিনের শর্তও তুলেও দেওয়া হয়েছে। গঢ়বাল মণ্ডল বিকাশ নিগমের জেনারেল ম্যানেজার বি এল রানা বলেন, ‘‘গত বছরে ওই গুহায় রাত্রি বাস চালু হওয়ার পর থেকে পর্যটকদের তেমন সাড়া পাওয়া যায়নি। মূলত, ঠান্ডা আবহাওয়া এবং বেশি ভাড়ার জন্যই সম্ভবত পর্যটকদের তেমন ভাবে আকৃষ্ট করা যায়নি।’’মূলত ধ্যানের প্রতি আগ্রহ বাড়াতে এমন পরিকল্পনা। গুহাটি কেদারনাথ মন্দির থেকে এক কিলোমিটার উপরে বাঁ দিকের একটি পাহাড়ের উপর অবস্থিত। ওই গুহাটির বিপরীতে রয়েছে কেদারনাথ মন্দির এবং ভৈরবনাথ মন্দির। বুকিংয়ের তারিখের দু’দিন আগে সংশ্লিষ্ট পর্যটককে গঢ়বাল মণ্ডল বিকাশ নিগমের গুপ্তকাশি দফতরে যোগযোগ করতে হবে। ওই গুহায় এক জনই থাকতে পারবেন। নিগমের গুপ্তকাশী এবং কেদারনাথ অফিসে পর্যটকের স্বাস্থ্য পরীক্ষা হবে। চিকিৎসকেরা অনুমতি দিলে তবেই ওই ব্যক্তি গুহায় থাকার অনুমতি পাবেন।
Rudra_Meditation_cave_Kedarnath

Rudra_Meditation_cave_Kedarnath



নিগমের ওয়েবসাইটের মাধ্যমে গুহায় থাকার জন্য বুকিং করা হয়। সেখানে নিগমের একটি ‘নো অবজেকশন’ ফর্মপূরণ করতে হয়। বুকিং করার পর কেউ তা বাতিল করলে টাকা ফেরতযোগ্য নয়। ধ্যান-গুহার পরিষেবা যেন কোনও ভাবে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে সব সময় তৎপর নিগম কর্তৃপক্ষ। চলতি সপ্তাহেও নিগমের একটি দল ওই গুহা সরেজমিনে পর্যবেক্ষণ করেছে। রানা বলেন, ‘‘আবহাওয়ার কারণে পরিষেবায় যেন বিঘ্ন না ঘটে সে জন্যই পরীক্ষা করে দেখা হয়।’
Rudra_Meditation_cave_Kedarnath

Rudra_Meditation_cave_Kedarnath



Rudra Meditation cavern is a Modern Meditation cavern by Garhwal Mandal Vikas Nigam that is found around 1 km upwards to one side pile of Holy Kedarnath Shrine. The cavern faces the Majestic Kedarnath Temple and Bhairavnath Temple that is situated on the contrary slope. Visit an external piece of this normal cavern is made of nearby stones and the passageway is secured by a wooden entryway. 

Offices – 

1)Power and drinking water. 
2)Morning Tea, Breakfast, Lunch, Evening Tea and Dinner at recommended timing which can be changed upon solicitation. 

The cavern offers total detachment yet if there should be an occurrence of a crisis, Manager GMVN Kedarnath can be reached whenever for any help by a SIP telephone. 

A ringer is kept in the cavern to call upon the orderly from GMVN. The staff is deputed 24X7 to go to any necessity from the Meditation Cave. 

Standards to be Observed – 
  1. At first, the contemplation cavern will be distributed for at least 3 days. 
  2. The individual will report in GMVN Guptkashi 2 days before the date of booking. The individual will remain in GMVN Guptkashi and experience a medicinal Check-up at Guptkashi and Kedarnath once more. He/She will be permitted to remain in reflection cavern & nbsp; just in the event that He/She was discovered therapeutically fit and physically solid.
  3. Just a single individual will be permitted one time in the reflection  cavern
  4. When the booking was made, no discount will be given if the individual drops the booking, decline to remain in the cavern for at all reason. 
Booking Process – 
  1. Internet booking will be made ONLY from the GMVN Website. Present No Objection Certificate/self-statement in the recommended configuration at GMVN  Kedarnath.
  2. The individual will be informed about the procedure and precautionary measure in GMVN Kedarnath.
Kolkata
Uttarakhand Tourism
PRO Kolkata
Garhwal Mandal Vikas Nigam Ltd.,
7/2C, Chakraberia Road(South),
(Opp Bank Of Baroda), Bhawanipur.
Kolkata-700025.
Mob- 9831110999
Email: gmvnkol@gmail.com
cave সংক্রান্ত website এর লিংক
http://gmvnl.in/newgmvn/trh.asp?id=161

No comments

Powered by Blogger.