প্রশ্নঃ - স্বপ্নে দেবতা , সাধুর দর্শন হলে তার কোন ফল আছে ?
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
উত্তরঃ হ্যাঁ আছে । যদি স্বপ্নে কারোর ঈশ্বর , দেবতা , গুরু , সাধুর দর্শন হয় , তবে একটা সংস্কার তার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে । স্বপ্নটা সত্যি কিনা তা বলা যায় না, ফলটি সত্য । যেমন স্বপ্নে দেখলে বাঘ , দেখে ভয়ে বুক দুড় দুড় করছে । স্বপ্ন ভেঙে গেলে বুক দুড় দুড় করে । ভাল স্বপ্ন দেখলে , তার কথা পরে মনে হলে ভালো লাগে । ঠাকুর বলেছেন স্বপ্নে দেব-দর্শন ,সাধু দর্শন এগুলি শুভ কল্যাণকর । কারণ সংস্কার পরে কাজে লাগে ।
কাজেই স্বপ্নে যা দর্শন হয় , সেটিই যে চরম দর্শন তা নয় । আসলে আমাদের একটা ধারণা করতে হয় --- ভগবান এইরকম , তাঁর মধ্যে সমস্ত শুভ সংস্কার রয়েছে । এই শুভ সংস্কারই তাঁর স্বরূপের প্রকাশ । পূর্ণ শুদ্ধ মন হয় যখন , তখনই ভগবানের দর্শন হয় । অমৃতকথা
স্বামী ভূতেশানন্দ
No comments