প্রশ্নঃ- শ্রীরামকৃষ্ণের অনুভব বা অন্যান্য যাঁরা অতি উচ্চ কোটির মহাপুরুষ...
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
প্রশ্নঃ- শ্রীরামকৃষ্ণের অনুভব বা অন্যান্য যাঁরা অতি উচ্চ কোটির মহাপুরুষ ---- তাঁদের অত্যচ্চ অনুভব কি একদিন বেদ বা ভাষাকে অতিক্রম করে যাবে ?
মহারাজঃ- তা যাক । তুমি তো আর সকলের অনুভব দেখতে যাবে না । নিজের অনুভবই তো বলবে ।
প্রশ্নঃ-----' কথামৃত '---- এ ঠাকুর তো তাঁর অনুভবের কথাই বলছেন ।
মহারাজঃ- তা তো বটেই । সবটা মুখে বলা যায় না --- বলছেন না ? অনুভবের কথা বলছেন মানে , দিগদর্শন করাচ্ছেন ।
প্রশ্নঃ-----একবার বলতে চেষ্টা করছেন , দুবার , তিনবার । কিন্তু পারছেন না । তখন কাঁদছেন । লীলাপ্রসঙ্গে আছে ।
মহারাজঃ মা মুখ চেপে ধরছেন । ----- এই যে অনুভূতি , যা বেদ-বেদান্তকে ছাড়িয়ে গেছে , তা শুধু এই দৃষ্টিতে না অন্য কোন অর্থও হয় ? ব্রক্ষ্মের অনুভব --- এটাই কি একমাত্র তাৎপর্য , না অন্য কোন তাৎপর্য , না অন্য কোন তাৎপর্য আছে ?
No comments