প্রশ্নঃ একটা তাে সময়ের কথা ভাবা হয়, সারাটা দিনের মধ্যে কত ঘণ্টা ধ্যান করছি, কত ঘণ্টা পড়ছি ?
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
প্রশ্নঃ -একটা
তাে সময়ের কথা ভাবা হয়,
সারাটা
দিনের মধ্যে কত ঘণ্টা ধ্যান
করছি,
কত
ঘণ্টা পড়ছি। মহারাজ :
এরকম
করে হয় না। রুটিন
থাকবে না একটা?
মহারাজ
:
না,
রুটিন
কিসের জন্য?
রুটিন
হচ্ছে,
যাতে
করা বন্ধ না হয়।
করার
জন্য আর রুটিনের প্রয়ােজন
নেই। করে যাও।
প্রশ্নঃ-কোন্টা
কতটা করব ? কর্ম
এবং উপাসনা?
মহারাজ
:
কথায়
বলে,
যে
রাঁধে সে কি চুল বাঁধে না?
যে
ভক্তি করে,
সে
কি জ্ঞানবিচার করে না?
যে
জ্ঞানবিচার করে,
সে
কর্ম করে না?
প্রশ্নঃ—অর্থাৎ
মহারাজ,
একটা
অনুশীলন করার সময় অন্যগুলাে
উপস্থিত আছে। যখন একটা আমরা
করছি,
সেটার
মধ্যেই কি অন্যগুলােও আছে?
মহারাজ
:
আরে,
কর্ম
যেটা করছ,
তার
সঙ্গে জ্ঞানও করছ,
ভক্তিও
করছ,
যােগও
করছ। সবগুলাে একসঙ্গেই করছ।
চোখে দেখছ,
কানে
শুনছ,
কথা
বলছ—একসঙ্গে করছ না?
-হ্যাঁ।
মহারাজ :
সেইরকম।
প্রশ্নঃ—একটা
যােগের মধ্যে বাকি অন্য তিনটে
যােগও অন্তর্ভুক্ত?
মহারাজ
: হ্যাঁ,
অন্তর্ভুক্ত
হবে।
প্রশ্নঃ—কিন্তু
আমরা কর্ম করি-কর্মের
শেষে আমরা আবার উপাসনা করার
জন্য বসি বা রুটিনের মধ্যে
সময় রাখি। এই যে আলাদা
মহারাজ
:
এই
তাে হচ্ছে আমাদের অপূর্ণতা।
অপূর্ণতা এইখানে। কর্ম করি
যখন,
যােগ
করি না। যােগ করি যখন,
ভক্তি
করি না। ভক্তি করি যখন,
জ্ঞান
করি না। আমাদের অপূর্ণতা একেই
বলে।
No comments