প্রাচীন সাধুদের কথা-- স্বামী বিরজানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা-- স্বামী বিরজানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA

Sri Ramakrishna
   Sri Ramakrishna 
Sri Ramakrishna

Sri Ramakrishna


 নিষ্কাম কর্ম ঃ

 স্বার্থহীন কর্মের সবচেয়ে বড় সুফল এই যে, ইহা আমাদের নিজ অক্ষমতা বুঝতে সহায়তা করে। অবচেতন স্তরে বহু দুর্বলতা আমরা নিজেদের মধ্যে পােষণ করি। সাধারণভাবে আমরা ওই সকল ব্যাপারে সচেতন নয়। যখন কাজের সূত্রে আমরা মানুষের সংস্পর্শে আসি, তখন সেই সব দুর্বলতা তাদের কুৎসিৎ নগ্নরূপ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়; তাই আমরা বুঝতে পারি যে, আমরা নিজেদের যতটা আধ্যাত্মিকতাসম্পন্ন মনে করি ঠিক ততটা নই। অবশ্য এই দুর্বলতাগুলি প্রকট হলেও আমরা হতাশ হবাে না। ব্যর্থতা নিয়ে কখনও মাথা ঘামিয়ো না । আদর্শ থেকে বিচ্যুত হলেও প্রত্যেকবার ওঠার চেষ্টা করাে। কারণ, প্রতিটি ব্যর্থতাই তােমাকে আত্মানুসন্ধানের আলােয় উজ্জ্বল করে তােলে।ত্রুটি থাকবেই। কেউই সম্পূর্ণ ত্রুটি মুক্ত হয়ে জন্মায় না। কিন্তু আমাদের লক্ষ্য হবে এগুলি অনুসন্ধান করে পরিহার করা।

-- স্বামী বিরজানন্দজী মহারাজ




No comments

Powered by Blogger.