প্রাচীন সাধুদের কথা
সতর্কতা ও আত্মবিশ্লেষণ ঃ
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
সতর্কতা ও আত্মবিশ্লেষণ ঃ
আমি
যে বিষয়ে তােমাদের দৃষ্টি
আকর্ষণ করতে চাই তা হলতােমাদের
সর্বদাই সতর্কতা ও সচেতনতার
অনুশীলন করা উচিৎ। আমরা জানি
যে,
একজন
ব্যক্তি যদি সতর্ক হন,
তাহলে
রাস্তায় অথবা অন্য কোথাও
তাকে দূর্ঘটনার সম্মুখীন হতে
হয় না। যদি তুমি তােমার
কথাবার্তায় সংযমী হও,
তাহলে
তুমি কাউকে অপমান করবে না বা
তার সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে
কথা বলবে না অথবা অশ্রদ্ধাসূচক
আচরণ করবে না। যদি তুমি যত্নশীল,
সতর্ক
ও সচেতন হও তাহলে তুমি বুঝতে
পারবে,
‘আমি
একজন ব্রহ্মচারী হয়ে কি করছি,
কি
বলছি। সুতরাং যে কোন ব্যক্তির
মত কেবলমাত্র বেঁচে থাকা ও
সময় অতিবাহিত না করে আত্মবিশ্লেষণ
করাে এবং চৈতন্য ব্রহ্মচারীর
মত তােমার জীবনকে প্রতিদিন
পুনরুজ্জীবিত করাে ও যাচাই
করাে। সুতরাং এ সতর্কতাকে
বজায় রাখাে,
শুভ
আচরণের অধিকারী হও এবং তৃতীয়তঃ
অভিজ্ঞতা অর্জন করাে।
--
স্বামী
বন্দনানন্দজী মহারাজ।
No comments