সাধুজীবনের মূল কথা।-- স্বামী বিরজানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA
সাধুজীবনের মূল কথা-- স্বামী বিরজানন্দজী মহারাজ
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
লোক ব্যবহার ঃ
অন্যের
সাথে ব্যবহারকালে তােমাকে
মাথায় রাখতে হবে যে,
তুমি
একজন উন্নত সংস্কৃতির মানুষ।
শ্রদ্ধা সহকারে কথা বলবে এবং
সুন্দর সহৃদয় ব্যবহার করবে
। প্রায়ই আমরা দেখতে পাই,
সাধুরা
উন্নাসিক -
গর্বোদ্ধত
হয়ে সাধারণের সঙ্গে রূঢ়
ব্যবহার করেন। এটা সহজেই চোখে
পড়ে যে,
তারা
নিজেদের যে কেবল ছােট করে ফেলে
তাই নয়,
জনপ্রিয়তাও
হারায়। সাধারণ মানুষের খুবই
শ্রদ্ধা আছে আমাদের সঙ্গের
প্রতি।
--
স্বামী
বিরজানন্দজী মহারাজ।
No comments