প্রাচীন সাধুদের কথা-- স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA
প্রাচীন সাধুদের কথা-- স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ II VISIT TODAY RAMAKRISHNA
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
স্বামীজীর কাজ
তােমাদের
নিজেদের উৎসর্গ করতে হবে।
তােমরা যত বেশী স্বামীজী এবং
তাঁর কাজের জন্য নিজেদের
উৎসর্গ করবে তত বেশী আনন্দ
খুঁজে পাবে। যদি তােমরা সর্বদা
স্বামীজীর কাজে মগ্ন থাকো,
তাহলে
আর সংসারের সঙ্গে মিশে কলুষিত
হওয়ার অবকাশ থাকবে না। এটা
একটা বিরাট সাহায্য এবং সুরক্ষা
যা তােমরা এখান থেকে পাবে।
যদি
তােমরা এইভাবে জীবনযাপন করতে
পারাে,
তাহলে
তােমাদের কল্যাণ,
সঙ্ঘের
কল্যাণ এবং দেশের কল্যাণ সাধন
করবে।
স্বামীজী বলেছেন ঃ “কর্ম সরাসরি ঈশ্বর লাভ করাতে পারে। যদি সঠিক মনােভাব নিয়ে করা যায়, তাহলে কর্ম এবং ধ্যানের মধ্যে কিছুমাত্র পার্থক্য নেই। কিন্তু সঠিক ভাব নিয়ে কাজ করতে হলে তাকে ধ্যানের পৃষ্ঠপােষকতা প্রদান করতে হবে।”
স্বামীজী বলেছেন ঃ “কর্ম সরাসরি ঈশ্বর লাভ করাতে পারে। যদি সঠিক মনােভাব নিয়ে করা যায়, তাহলে কর্ম এবং ধ্যানের মধ্যে কিছুমাত্র পার্থক্য নেই। কিন্তু সঠিক ভাব নিয়ে কাজ করতে হলে তাকে ধ্যানের পৃষ্ঠপােষকতা প্রদান করতে হবে।”
--
স্বামী
বীরেশ্বরানন্দজী মহারাজ
No comments