প্রাচীন সাধুদের কথা II VISIT TODAY RAMAKRISHNA - Spirituality Religion

Header Ads

প্রাচীন সাধুদের কথা II VISIT TODAY RAMAKRISHNA

প্রাচীন সাধুদের কথা

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

Sri Ramakrishna

তােমরা সাধু হতে এসেছে। বৈরাগ্য ছাড়া সাধু জীবন অসম্ভব। শ্রীশ্রীমা বলতেন, শ্রীরামকৃষ্ণ বৈরাগ্যের জীবন্ত প্রতিমূর্তি ছিলেন। আমরা এই রকম বৈরাগ্যের প্রকাশ আর কোন অবতার পুরুষের জীবনে দেখিনি। তিনি কোন ধাতু পর্যন্ত স্পর্শ করতে পারতেন না। ইহলােকে বা পরলােকে ভােগের বাসনা , নাম, যশ ত্যাগ করে এবং এমনকি রামকৃষ্ণ মিশনের জন্য বড় বড় কাজ করে এই ধরণের বৈরাগ্যের উদ্দীপনাকে তােমাদের মনে অবশ্যই প্রবিষ্ট করাতে হবে। প্রতিদিন ধ্যানের সময় অথবা অন্য সময় এই ত্যাগের আদর্শ অনুশীলন করেছো কিনা এবং কতদূর অনুশীলন করেছো  তার আত্মবিশ্লেষণ তােমাদের করতে হবে।
-- স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ।





No comments

Powered by Blogger.