প্রাচীন সাধুদের কথা
প্রাচীন সাধুদের কথা
Sri
Sarada Devi
|
Swami
Shivananda
|
BANERSHAR
SHIVA LINGA
|
Sri
Sarada Devi
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
যে
ব্যক্তি তার মনকে ঐকান্তিকভাবে
তালিম দেয,
তার
মহৎ গুণ আছে। যদি কেউ তােমার
সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য
করে,
তৎক্ষণাৎ
তুমি তাকে ধন্যবাদ জানাবে,
আমার
মধ্যে যে স্বাভাবিক মান নেই
এবং তা আমাকে দেখিয়ে দেওয়ার
জন্যই আমি তােমাকে ধন্যবাদ
জানাই। আমি এটাকে সংশােধন
করতে চাই। যদি তুমি অন্য ধরণের
মানুষের ভুল দেখাে,
‘না,
এটা
কিছুই নয়’–এতে তিনি ক্রুদ্ধ
হন। আমার সময়ে মিশন জীবনে
এই বিশেষ ধরনের ত্রুটিকে
ধরিয়ে দেওয়ার জন্য অনেক
সাধুকে ক্রুদ্ধ হতে দেখেছি। 'দেখাে,
তুমি
আমার বন্ধু,
আমি
নিজেকে সম্পূর্ণরূপে শুধরাতে
চাই,
তুমি
ভুল দেখিয়ে দিয়েছো,
আমি
সচেতন হবো এবং এটি দূরীভূত
হবে। কি চমৎকার ধারণা!
ইদানীং
এই ধরণের ধারণার কথা আমরা
ভাবছি না। এই কারণেই আমরা এই
মিশনে অতি অল্পজনকেই উচ্চ
ক্ষমতাশীল প্রশিক্ষিত মনের
অধিকারী হিসাবে পেয়েছি।
--স্বামী
রঙ্গনাথানন্দজী মহারাজ
No comments