প্রাচীন সাধুদের কথা
|
Sri
Ramakrishna
|
স্ত্রীলােক
সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্জ্ঞান হয় না। তাই
সংসারে কঠিন। যত সিয়ান হও
না কেন,
কাজলের
ঘরে
থাকলে গায়ে কালি লাগবে।
যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম
হয়। কথামৃত ৩৮৪
********
.
কামিনী-কাঞ্চন
ত্যাগ না হলে হবে না। আমি তিন
ত্যাগ
করেছিলাম -
জমিন,
জরু
ও টাকা। কথামৃত 375
********
সাধু-সন্ন্যাসী
নিজের মঙ্গলের জন্য কামিনী-কাঞ্চন
ত্যাগ করবে। আবার নির্লিপ্ত
হলেও,
লােকশিক্ষার
জন্য কাছে কামিনী-কাঞ্চন
রাখবে না। ন্যাসী (ত্যাগী)
সন্ন্যাসী
জগৎ গুরু!
তাকে
দেখে তবে তাে লােকের চৈতন্য
হবে! কথামৃত 445
No comments