প্রাচীন সাধুদের কথা
শ্রীশ্রীমা
|
Sri
Ramakrishna
|
Add caption |
শ্রীশ্রীমা
যে
তার উপর নির্ভর করে,
তিনি
তাকে সকল বিপদ হতে রক্ষা করেন।
“ঠাকুর বলতেন -
‘সাধু
সাবধান!’
সাধক
সর্বদা সাবধানে থাকতে হয়।
সাধু সর্বদা সাবধানে থাকবে।
সাধুর রাস্তা বড় পিছল। পিছল
পথে চলতে হলে সর্বদা পা টিপে
চলতে হয়। সন্ন্যাসী হওয়া
কি মুখের কথা ? সাধু মেয়েমানুষের দিকে ফিরেও
তাকাবে না। চলবার সময় পায়ের
বুড়াে আঙ্গুলের দিকে লক্ষ্য
রেখে চলবে। সাধুর গেরুয়া
কাপড় কুকুরের বগলসের মতাে
তাকে রক্ষা করবে। কেউ তাকে
মারতে পারে না। সাধুর সদর
রাস্তা। সকলেই তার পথ ছেড়ে
দেয়।” মা-১৩১
*************
আমাদের
যা কিছু,
সবের
মূল ঠাকুর -
তিনিই
আদর্শ। যা
কিছু কর না কেন,
তাকে
ধরে থাকলে কোন বেচাল হবে না।
মা-২০১
No comments