শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
|
Swami
Shivananda
|
BANERSHAR
SHIVA LINGA
|
Sri
Sarada Devi
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
সাধনভজন
ছেড়ে দিয়ে কর্ম করতে গেলে
সহজেই অহঙ্কার,
অভিমান
আসবে,
আর
যত ঝগড়াঝাটি ও অশান্তির
সৃষ্টি হবে। কর্মই করিস আর
যাই করিস,
সাধন-ভজন
ছাড়িস নে। ধর্ম-১৪৮
...তােরা
সাধু -
ব্রহ্মচারী
লােক,
তােদের
ভেতর। ব্রহ্মচর্যের একটা
শক্তি রয়েছে। তােদের ধ্যান-ভজন
ও কাজকর্ম এক সঙ্গে করতে হবে।
এটা করে ওটা পারিনে -
ও
তাে গৃহস্থের কথা।
সাধু
হয়ে উকিল,
এটর্ণির
বাড়ি পর্যন্ত ঠাকুর ছুটাছুটি
করিয়ে নিয়েছেন। তাতে আমাদের
কোন অমঙ্গল হয়েছে। বলে তাে
মনে হয় না। আমরা জানি সবই
তাঁর কাজ। ধর্ম-৬২
No comments