শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
ভােগ-বিলাসপূর্ণ
জগতে থাকতে হবে,
চোখের
সামনে more
than 99 per cent (শতকরা
নিরানব্বই জনেরও বেশি) লোকভােগের পিছনে দৌড়চ্ছে,
এইসব
নিত্য দেখতে হবে -
এইসব
দেখে শুনে মনের মধ্যে নানা
রকম ছাপ পড়বার খুবই সম্ভাবনা।
'এইসব
ছাপ যদি একবার কোনরকমে পড়ে
আর রক্ষা নাই।
যারা ব্রহ্মচারীর জীবনযাপন করতে চায়, তাদের সদাসর্বদা নিজের মনকে সদ্বিষয়ে engage (নিযুক্ত) করে রাখতে হবে।
যারা ব্রহ্মচারীর জীবনযাপন করতে চায়, তাদের সদাসর্বদা নিজের মনকে সদ্বিষয়ে engage (নিযুক্ত) করে রাখতে হবে।
- সদগ্রন্থ পাঠ,
- সদ্বিষয়ে আলােচনা,
- ঠাকুরসেবা,
- সাধুসেবা,
- সাধুসঙ্গ ও
- জপ-ধ্যান নিয়ে থাকতে হবে।
No comments