শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
স্বামী প্রেমানন্দ
তিনি
অপবিত্রতার সংস্পর্শ বা
সান্নিধ্যও সহ্য করতে পারতেন
না। তাই তাকে পেতে হলে হৃদয়টি
সম্পূর্ণ পবিত্র করতে হবে,
চাঁদ।
সমস্ত রিপুগুলি জয় করা চাই।
কারণ কোন জিনিসে লােভ হলে
জিভটাকে রিপু-মলে
ডুবাতে হয়। এখানে যারা আসবে
তাদের Ideal
(আদর্শ)
সাধু
হতে হবে। ঠাকুরের ছেলেরা এ
রাজ্যের লােক নন। তােরা সেই
ঠাকুরের ছেলে বুঝলি ?
কিন্তু
তা বলে অহঙ্কার করতে পারবি
না। ওটাকে একেবারে দূর করে
দিতে হবে। প্রসঙ্গ ১৭২
* * * * * * * * *
No comments