শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
স্বামী অদ্ভুতানন্দ
যে
সন্ন্যাসীর ন্যায় আচরণ করে
-
সেই
প্রকৃত সন্ন্যাসী।
...গেরুয়া
-
ত্যাগের
চিহ্ন। যার ভিতর-বাহির
গেরুয়া রঙে রঙেছে,
সেই
ঠিক ঠিক ত্যাগী,
সন্ন্যাসী।
স্বামী অদ্ভুতানন্দ ১৮৭
***********
লাল
কাপুড় পরলেই সন্ন্যাসী হয়ে
গেলাে,
এমন
ভাব মনে এনাে না। সন্ন্যাসী
হওয়া কি সহজ কথা ?
হরঘড়ি
যাদের প্রাণ তাঁর (ভগবানের)
জন্য
কাদে,
তারাই
ঠিক ঠিক সন্ন্যাসী হতে পারে।
আসলি সাধু সন্ন্যাসী কেবল তাকেই
চায়,
নিজের
জন্য ভাবে না,
শরীরের
দুঃখকষ্ট গ্রাহ্য করে না।
স্বামী অদ্ভুতানন্দ 417



No comments