শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
নাম
রূপ এ-সবই
বাহ্যিক,
সবই
অনিত্য-দুদিনের;
এসব
কিছুই নয়। নাম ও রূপের পারে
যেতে হবে,
সেই
পরমানন্দ লাভ করতে হবে,
আত্মবস্তু
লাভ করতে হবে। সন্ন্যাসের
অর্থ-তাে
তাই। বিরজাহােম করে শিখাসূত্র
ত্যাগ করে গেরুয়া পরা ও
সন্ন্যাসী হওয়া তাে সহজ। সে
তাে প্রবর্তক সন্ন্যাসী মাত্র।
কিন্তু খাটি সন্ন্যাসী হওয়া
বড় কঠিন। মহাবাক্য নিত্য
ধ্যান করাে। যাও বাবা,
এখন
খুব ধ্যান লাগাও। আত্মবস্তু
অনুভব কর। তবেই ঠাকুরের সঙ্ঘে
আসা,
সন্ন্যাস
নেওয়া—এসব সার্থক হবে। আমার
কথা শুনতে চাও তাে এই। ..
No comments