শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
..তােরা
সাধু-সন্ন্যাসী
মানুষ। তােদের সব সময় স্থির,
ধীর,
বিনয়ী
ও মিষ্টভাষী হতে হবে। তােদের
কথাবার্তা চালচলন,
সবটার
ভেতরেই সত্ত্বগুণের বিকাশ
হবে। তােদের সংস্পর্শে এলে
মানুষ প্রাণে শান্তি পাবে
এবং তাদের হৃদয়ে ধর্মভাব
জেগে উঠবে।ধর্ম ১৫১
যতটা
একান্ত দরকার,
ততটা
লইবে। বেশি লওয়া খুবই অন্যায়।
আপনা থেকে আসিলেও লওয়া উচিত
নয়। ভগবান লাভ করাই জীবনের
উদ্দেশ্য,
কঠোরতা
করা নয়। শরীর সুস্থ রাখিবার
জন্য যতটুকু কাপড়-চোপড়
ব্যবহার করা দরকার করিবে।
তার চেয়ে বেশি জিনিস রাখা ও
ব্যবহার করা বাবুয়ানি। সাধুর
পক্ষে বাবুয়ানি করা খুব
খারাপ। বিলাসিতার জন্য লােকের
কাছে ভিক্ষা করা অত্যন্ত
খারাপ। ধর্ম ১৮০-১৮১
No comments