শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Ma
Bhabatarini (Kali)
|
Swami
Shivananda
|
Sri
Sarada Devi
|
BANERSHAR
SHIVA LINGA
|
Sri
Sarada Devi
|
Swami
Vivekananda
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
...তােদের
জীবনের আদর্শ হলেন ঠাকুর। আর
তিনি ছিলেন
ত্যাগীর বাদশা,
তােরা
তাঁরই আশ্রয়ে এসেছিস – তা সর্বক্ষণ স্মরণ রাখবি। তাঁর
এই পবিত্র সঙ্ েস্থান পেয়েছিস।
সেও মহা সৌভাগ্যের কথা। তােদের
উপর কত বড় দায়িত্ব যে আছে,
তা
ভেবে দেখবি। আমাদের শরীর আর
কদিন?
এর
পরে তােদের দেখেই লােকে শিখবে।
ত্যাগই হল সন্ন্যাস জীবনের
ভূষণ। যে যত বেশি ত্যাগ করতে
পারে,
সে
তত ভগবানের দিকে এগােয়। খাঁটি
সন্ন্যাসী হওয়া খুবই কঠিন,
খালি
বিরজাহােম করে গেরুয়া পরলেই
সন্ন্যাসী হল না। যে কায়মনােবাক্যে
সব এষণা ত্যাগ করতে পেরেছে,
সেই
হল ঠিক
ঠিক সন্ন্যাসী। যত পারিস ত্যাগ
করে যা। দখবি,
সময়ে
দরকার হলে মা এত দেবেন যে
সামলাতে পারবি নি। নিজের
জন্য
টাকাকড়ি কিছু সঞ্চয় করতে
নেই;
এমন
কি সাধুর সঞ্চয়বুদ্ধিও
রাখতে নেই। ঠিক সাঁকোর জলের
মতাে এ ধার দিয়ে
আসবে,
আর
এক দিক দিয়ে বেরিয়ে যাবে;
কিন্তু
সঞ্চয় করেছিস তাে আর আসবে
না;
তখন
ময়লা জমতে শুরু করবে। আর কখনও
কারাে কাছে কোন জিনিস চাইতে
নেই। তাঁর উপর সম্পূর্ণ নির্ভর
করে তাঁর আশ্রয়ে পড়ে থাক।
শিব-২/১১১
**
No comments