শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
স্বামী শিবানন্দ
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Sarada Devi, Swami Vivekananda, Swami Shivananda
|
এ
সঙ্ঘ-শরীরে
ঠাকুর বহু শতাব্দী ধরে জগতের
কল্যাণের জন্য বর্তমান থাকবেন।
এখন হতে এ সঙ্ঘ-শক্তিকে
আশ্রয় করেই তিনি তাঁর কাজ
করছেন। তােমরা সর্বদা মনে
রাখবে যে,
loyalty to the Sangha is loyalty to Thakur. সঙ্ঘকে
মানলেই ঠাকুরকে মানা হলাে।
ঠাকুরের ইচ্ছাতেই স্বামীজী
নিজের হাতে এ মঠ স্থাপন করে
গেছেন।
...
তাঁর
উপর সম্পূর্ণ নির্ভর করে তাঁর মুখ চেয়ে পড়ে থাক। তিনি
নিশ্চয়ই তােমাদের কল্যাণ
করবেন,
শান্তি
দেবেন। তােমাদের কর্তব্য হল তাঁর আদেশ পালন করা, তাঁর নির্দিষ্ট পথে চলা। তােমরা
সাধু;
বিশেষ
করে কামিনী ও কাঞ্চন,
এ
দুটো থেকে সর্বদা খুব তফাতে
থাকবে। পবিত্রতা ও সরলতা,
এই
তােমাদের মূলমন্ত্র। ঠাকুর
সব ক্ষমা করেন,
কিন্তু
‘ভাবের ঘরে চুরি’,
তিনি
কখনােই ক্ষমা করেন না। যারা
অন্য ভাব আশ্রয় করে বা কোনরূপ
লুকোচুরি করে,
ঠাকুর
তাদের এ সদ্যে রাখেন না,
সরিয়ে
দেন। এখানে সব খাটি লােক থাকবে।
শিব ১৬
No comments