শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
সাধু
কে?
চিনবে
কি করে?
যার
মনে হিংসা (অহংকার)
নাই,
যে
তার চিন্তায় ডুবে আছে,
আর
কিছুই জানে না,
রেষারেষি
ও দ্বেষাদ্বেষী ভাব যার নেই,
শান্ত
ও সমদশী,
সেই
সাধু। আর যার ভগবানলাভ হয়েছে
তিনিই সাধু-শ্রেষ্ঠ। স্বামী
অদ্ভুতানন্দ 182
ঠিক
যাঁর বস্তুলাভ হয়েছে এমন
সাধুর প্রধান লক্ষণ হচ্ছে
-
তিনি
অদোষদর্শী,
অক্রোধী,
সর্বজীবে
প্রেমপূর্ণ হন। গীতায়
ভগবান বলেছেন-
যে
সাধু সর্বভূতে বাসুদেব দেখতে পান
এমন মহাত্মা জগতে বড় দুর্লভ।
যে দিন পারবে তখন লাল
কাপড় পরা সার্থক হবে। নচেৎ
বিড়ম্বনা মাত্র। স্বামী
অদ্ভুতানন্দ ৫৬ -৫৭
No comments