শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
যদি
সাধু হতে এসেছিস,
তবে
দে শালারা,
স্বার্থকে,
অহংকে
বলি দে। তবেই তাে ঠিক ঠিক সাধু
হতে পারবি। সাধু -
জগৎ
গুরু। যাঁরা ঠিক ঠিক ভক্ত সাধু
তারা ভগবানের সচল বিগ্রহ। এ
কথা ভাগবতে আছে!
ঠাকুর
বলতেন,
আমি
মলে ঘুচিবে জঞ্জাল। নাহং,
নাহং,
নাহং,
- উঁহু,
উঁহু,
উঁহু।
চিত্তশুদ্ধির
দিকে নজর না দিয়ে শুধু বক্তৃতায়
কি ধর্ম হয় ?
তাতে
অহঙ্কার বাড়ে ভগবানের পথ
থেকে পিছিয়ে পড়তে হয়।
...জীবন
দিয়ে দেখিয়ে দে,
তবে
লােকে তােদের কথা শুনবে। আমি
জীবন চাই,
জ্বলন্ত
জীবন। প্রেম ১/৮২
***********
https://twitter.com/i/status/1193551571990302720
No comments