Chhath Puja 2019 Date in
India Calendar: In 2019, the festival will be celebrated from October
31 and continue till November 3. with ‘Nahaye Khaye’ on
October 31, ‘Kharna’ on November 1, ‘Sandhya Arghya’ on
November 2 and ‘Usha Arghya’ on November 3
|
Chhat Puja celebration 2019 |
Chat or Chhath, the name of the sixth name. Basically, it is called that because of the sun sixth vow. The most difficult and significant night of this four-day brat (Kartik Shukla IV to Kartik Shukla VII) is the Kartik Shukla VI; The name is kept short as this vow is celebrated in the Shukla VI on the sixth day of Kartik month of Vikram sambat.
|
Chhat Puja celebration 2019 |
Chhat Puja is one of the best known for sun worship in India. It is celebrated twice a year - the first time in Chaitra month (Chaitai Chhat) and secondly in Kartik month (Kartiki Chhat). It is celebrated for family happiness and prosperity. Men and women equally participate in the festival.
On the first day of this four-day brata, the bridegroom cleans his house and takes a bath and eats a vegetarian meal (called bath-eating). Fasting begins the next day; Brati enjoyed the late evening worship after the evening rituals (this is known as Khurana). On the third day, the sun goes down to the nearby river or reservoir, with the other Britishers offering milk. After the dedication of the rising sun after sacrificing offerings to the rising sun on the last day of the brat, fruit, such as soup, jaggery, confectionery, kheer, hemp, rice lettuce and sugarcane, banana, sweet lemon, are given to the people in fasting.
|
Chhat Puja celebration 2019 |
There is no clear sign of when this worship originated. But in some myths, festivals are seen in conformity with the rules of Chhat Puja. There are clear signs of sunburn in the verses of Ekveda. The sun was the main deity in the civilization of the Greeks, Romans, Egypt, etc. along with Indian civilization. In this way, Esau is the Vedic goddess. According to the Vedas, he is the goddess of the East and after all the gods Agni, the mother of Ashwini Kumaras, Agni, Soma, and Indra are the most important Vedic goddesses. The night is her sister who may have been imagined in the mythology in the late evening as a shadow and a shadow. According to the Ramayana, Rama and Sita worshiped for the sun, the god of Rama. According to the Mahabharata, according to the advice of Draupadi Dhammaya Rishi, he attained Akshaya Patra by worshiping the sun. There is mention of worshiping the sun as it descends into the water to the waist of Mahavira's ears. Even today, all the people celebrating Chhat Puja can be seen performing the sun banana in the water up to their waist. According to another narrative, the Pandu Rishi worshiped the sun and worshiped on the Saraswati river to receive a son because of his atonement with his wife Kunti for the atonement for the murder.
|
Chhat Puja celebration 2019 |
According to the Puranas, the first Manu was no better child. That is why his father Kashyap Muni advised the son to sacrifice. As a result, his wife Malini gave birth to a dead son. A dead daughter emerged from the sky as they also lamented overseeing the dead child. He introduced himself as the Manas Daughter of Brahma, and as soon as he touched the dead son, he became alive. The idol of the goddess Isha Devi or the mother of six is still imagined while lying in the saddle and worshiped for the sake of having a son.
|
Chhat Puja celebration 2019 |
Furthermore, many other folk tales as cosmic goddesses are coming to the mouth as human beings.
|
Chhat Puja celebration 2019 |
Chhat Puja celebration by devotees at BelurMath
ছট
পূজা (বা
ছঠ পূজা)
হিন্দু
বর্ষপঞ্জীর কার্তিক মাসের
শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে
উদযাপিত একটি প্রাচীন হিন্দু
পার্বণ। সূর্য্যোপাসনার এই
অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের
বিহার,
ঝাড়খণ্ড,
পূর্ব
উত্তরপ্রদেশ এবং নেপালের
তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে।
ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী
ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে
প্রচলিত হয়েছে। ছট পূজা
সূর্য্য ও তাঁর পত্নী ঊষার
(ছটী
মাঈ)
প্রতি
সমর্পিত হয়,
যেখানে
তাঁকে পৃথিবীতে জীবনের স্রোত
বহাল রাখার জন্য ধন্যবাদ
জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের
কামনা করা হয়। ছটে কোনও মূর্তি
পূজা করা হয় না।
|
Chhat Puja celebration 2019 |
ছট
বা ছঠ,
ষষ্ঠী
নামের অপভ্রংশ। মূলত সূর্য
ষষ্ঠী ব্রত হওয়ার দরুন একে
ছট বলা হয়। কার্তিক মাসের
অমাবস্যা তিথিতে দীপাবলি
পালনের পর এই চার দিনের ব্রতের
(কার্তিক
শুক্লা চতুর্থী থেকে কার্তিক
শুক্লা সপ্তমী)
সবচেয়ে
কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত্রি
হল কার্তিক শুক্লা ষষ্ঠী;
বিক্রম
সংবৎ-এর
কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী
তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার
কারণে এর নাম ছট রাখা হয়েছে।
ভারতে
সূর্য্যোপাসনার জন্য প্রসিদ্ধ
পার্বণ হল ছট পূজা। এটি বছরে
দুবার পালিত হয় — প্রথমবার
চৈত্র মাসে (চৈতী
ছট)
এবং
দ্বিতীয়বার কার্তিক মাসে
(কার্তিকী
ছট)।
পারিবারিক সুখ-সমৃদ্ধি
তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য
এটি পালন করা
|
Chhat Puja celebration 2019 |
হয়। নারী-পুরুষ
সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ
করেন।
চারদিনের
এই ব্রতের :-
- প্রথম দিনে ব্রতধারী
বাড়িঘর পরিষ্কার করে স্নান
সেরে শুদ্ধাচারে নিরামিষ
ভোজন করেন (যাকে
নহায়-খায়
বলা কয়)।
- পরদিন থেকে উপবাস শুরু হয়;
ব্রতী
দিনভর নির্জলা উপবাস পালনের
পর সন্ধ্যায় পূজার শেষে
ক্ষীরের ভোগ গ্রহণ করেন (এটি
খরনা নামে পরিচিত)।
- তৃতীয় দিনে নিকটবর্তী নদী
বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য
ব্রতীদের সাথে অস্তগামী
সূর্যকে অর্ঘ্য অর্থাৎ দুধ
অর্পণ করা হয়।
- ব্রতের শেষদিনে
পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান
সূর্যকে পবিত্র চিত্তে
অর্ঘ্যপ্রদানের পর উপবাসভঙ্গ
করে পূজার প্রসাদরূপে বাঁশ
নির্মিত পাত্রে সুপ,
গুড়,
মিষ্টান্ন,
ক্ষীর,
ঠেকুয়া,
ভাতের
নাড়ু এবং আখ,
কলা,
মিষ্টি
লেবু প্রভৃতি ফল জনসাধারণকে
দেওয়া হয়।
এই
পূজার কখন উৎপত্তি হয়েছিল
তার কোনো স্পষ্ট নিদর্শন
পাওয়া যায় না। কিন্তু কিছু
পৌরাণিক আখ্যানে ছট পূজার
নীতি নিয়মের সঙ্গে মিল থাকা
উৎসব দেখা যায়।
- ঋকবেদের
শ্লোকসমূহে সূর্য্যবন্দনার
স্পষ্ট নিদর্শন আছে।
- ভারতীয়
সভ্যতার সঙ্গে গ্রীক,
রোমান,
ইজিপ্ট
ইত্যাদির সভ্যতা সমূহেও
সূর্য্য মুখ্য দেবতা ছিলেন।
সেভাবে ঊষাও বৈদিক দেবী। বেদে
উল্লেখ থাকা মতে,
তিনি
হলেন পূর্বের দেবী এবং
অশ্বিনীকুমারদের মাতা অগ্নি,
সোম
এবং ইন্দ্র ইত্যাদি দেবতা
সকলের পরে তিনি হলেন অন্যতম
উল্লেখযোগ্য বৈদিক দেবী।
রাত্রি হল তার ভগ্নী যাকে
হয়তো পরে পৌরাণিক যুগে সন্ধ্যা
এবং ছায়া রূপে কল্পয়িত করা
হয়েছে।
- রামায়ণে উল্লেখ
থাকা মতে,
রামের
কুলদেবতা সূর্য্যর জন্য রাম
এবং সীতা এই পূজা করেছিলেন।
- মহাভারতে উল্লেখ থাকা মতে
দ্রৌপদী ধম্য ঋষির উপদেশ মতে
সূর্য্যকে আরাধনা করে অক্ষয়
পাত্র লাভ করেছিলেন।
- মহাবীর কর্ণের কোমর পর্যন্ত
জলে নেমে সূর্য্যের উপাসনা
করা উল্লেখ আছে। আজও ছট পূজা
উদযাপন করা সকল মানুষকে কোমর
পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা
করতে দেখা যায়।
- অন্যএক আখ্যান
মতে,
পান্ডু
ঋষি হত্যার পাপের প্রায়শ্চিত্তর
কারণে পত্নী কুন্তীর সঙ্গে
বনে থাকায় পুত্র প্রাপ্তির
জন্য সরস্বতী নদীর পারে সূর্য্য
উপাসনা এবং ব্রত করেছিলেন।
- পুরাণ
মতে প্রথম মনু প্রিয়বতর কোনো
সন্তান ছিল না। তাই তার পিতা
কাশ্যপ মুনি পুত্রেষ্ঠী যজ্ঞ
করতে পরামর্শ দেন। এর ফলে তার
পত্নী মালিনী একটি মৃত পুত্র
জন্ম দিলেন। মৃত শিশু দেখে
তারাও বিলাপ করতে থাকায় আকাশ
থেকে এক দিব্য কন্যা প্রকট
হলেন। তিনি নিজকে ব্রহ্মার
মানস পুত্রী বলে পরিচয় দিলেন
এবং মৃত পুত্রকে স্পর্শ করার
সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে
উঠল। এখনও ঊষা দেবী বা ছটি
মায়ের মূর্তি কোলে কিছু থাকা
অবস্থায় কল্পনা করা হয় এবং
পুত্র প্রাপ্তির জন্য ব্রত
উপাসনা করা হয়।
- তদুপরি
লৌকিক দেবী হিসাবে অন্য বহু
লোককথা আখ্যান হিসাবে মানুষের
মুখে মুখে চলে আসছে।
No comments