শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
স্বামী
তুরীয়ানন্দ
তােমরা
কেমন ব্রহ্মচারী ?
শরীর
দেখছাে কেন ?
শরীরের
ধর্মই বাড়িবে,
কমিবে,
একদিন
পতন হইবে। এই শরীরের মধ্যে
একজন আছেন,
তিনিই
কখন বাড়েন না কমেন না,
তাই
দেখবে। স্বামী তুরীয়ানন্দ
১৩৮/১৬৯
......প্রভুর
চরণে আপনাদের উৎসর্গ করিয়াছ;
সুতরাং
সকল ভার এখন তাঁরই। তিনিই
সমস্ত করাইয়া লইবেন। তাঁহার
হস্তের
যন্ত্রস্বরূপ হইয়া তাঁরই
নির্দিষ্ট পথে আপনাদিগকে
চালিত কর,
ভয়
ভাবনার অবসর থাকিবে না। তাঁহার
শরণাগতদের কোনও ভয় নাই।
স্বামী তুরীয়ানন্দ ১৩৮/১৬৯
No comments