প্রাচীন সাধুদের কথা _স্বামী মাধবানন্দজী
Sri
Ramakrishna
|
আরেক
দিন স্বামী দয়ানন্দজী মঠে
এসেছেন। তিনি সংঘগুরুকে প্রণাম
করতে
যাওয়ামাত্র প্রভু মহারাজ
চেয়ার ছেড়ে উঠে দয়ানন্দজীর
পায়ের ধুলাে নিলেন। আমি তাঁকে
ধর্মানন্দজীকেও প্রণাম করতে
দেখেছি। মঠ-মিশনের
নিয়ম যে,
সন্ন্যাসজীবনে
যিনি সিনিয়র তাঁকে জুনিয়ররা
(বয়স্ক
হলেও)
প্রণাম
ও শ্রদ্ধা জানাবে।
বেলুড়
মঠে আরতির পর প্রভু মহারাজ
ঠাকুরকে প্রণাম করতে যেতেন
তা দেখবার মতাে ছিল। তিনি বেশ
কিছুক্ষণ ঠাকুরের সামনে
দাঁড়িয়ে থাকতেন,
তারপর
ঠাকুরকে ডান দিকে রেখে প্রদক্ষিণ
করে আবার প্রণাম করতেন। তারপর
রাজা মহারাজের মন্দিরে প্রণাম
করে ঐ মন্দিরের উত্তরপূর্ব
কোণে মা-ভবতারিণীর
উদ্দেশে প্রণাম করতেন। তারপর
মা ও স্বামীজীকে প্রণাম করে
ঘরে ফিরতেন।
এসব
মহান সাধুর আত্মত্যাগ,
বৈরাগ্যময়
ও পবিত্র জীবন,
আদর্শের
প্রতি অনুরাগ ও ভালবাসা রামকৃষ্ণ
সংঘকে
উজ্জ্বল করে রেখেছে।
Sri
Ramakrishna
|
Sri
Ramakrishna
|
No comments