শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যবৃন্দের দৃষ্টিতে আদর্শ সন্ন্যাসী
যখন
সাধু হয়েছ তখন বেদান্ত ভাষ্যাদি
খুব পড়া দরকার।
এতে আমাদের পূর্ণ সহানুভুতি
আছে। সঙ্গে সঙ্গে চাই বিবেক
বৈরাগ্য । সকলকে আপনার করে
যদি না নিতে পার তবে গৃহী হওয়া
উচিত ছিল। 'আমি,
আমার'
ত্যাগ
করাইতাে সাধুত্ব। ঠাকুরের
নাম নিয়ে যদি প্রকৃত সাধু
না হতে পারলে তবে তােমাদের
জীবন বৃথা। যে লােক এই জীবন্ত-জীবের
মধ্যে শিবত্ব
দেখিতে চেষ্টা না করে সে আপনিও
ঠকছে আর সংসারকেও
ঠকাচ্ছে। কেবল lecture
ব্যাখ্যা
বক্তৃতা দিলেই কি
বড় সাধু হল ?
......স্বামী
প্রেমানন্দ
*********
No comments