সাধকজীবনে এই কটি গুণ ও নিয়ম অভ্যাস করা একান্ত দরকার— - Spirituality Religion

Header Ads

সাধকজীবনে এই কটি গুণ ও নিয়ম অভ্যাস করা একান্ত দরকার—

সাধকজীবনে এই কটি গুণ ও নিয়ম অভ্যাস করা একান্ত দরকার— 

Sri Ramakrishna

Sri Ramakrishna



() ঈশ্বরে দৃঢ় বিশ্বাস ও নির্ভর,
() ব্রহ্মচর্যপালন—ইন্দ্রিয়নিগ্রহ, অর্থাৎ কামস-ত্যাগ। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের অসারতা ও দোষ চিন্তা করে তাতে অনাসক্ত ও বিতৃষ্ণ হবে, বৈরাগ্যবান হবে। বীর্যধারণ ছাড়া শরীর, মন ও বুদ্ধির পূর্ণ বিকাশ অসম্ভব। বার বৎসর ব্রহ্মচর্য ঠিক ঠিক পালন করলে মেধা বলে একটি সূক্ষ্ম নাড়ীর সৃষ্টি হয়, যা থেকে ধারণাশক্তি ও সূক্ষ্ম বিষয় উপলব্ধি করবার শক্তি ফুরণ হয়। তখন স্বাস্থ্য অটুট হয়, দেহে ও মুখে দিব্যকান্তি, মনে অদম্য তেজ আসে। ক্রিয়াশক্তি ও প্রতিভা সাধারণ লােকের চেয়ে অনেক গুণ বেশি হয়। 
Sri Ramakrishna

Sri Ramakrishna


() আহারে-বিহারে সংযম ও নিয়মবর্তিতা। খাদ্য অনুত্তেজক, বলকারী, সহজপাচ্য হওয়া চাই। লােভ ত্যাগ করতে হবে। আহারের উদ্দেশ্য রসনাপরিতৃপ্ত করা নয়, শরীরকে সুস্থ ও কার্যক্ষম রাখা । মুক্ত বায়ু সেবন ও লঘু ব্যায়ামের অভ্যাস হিতকর। ভগ্নস্বাস্থ্য, দুর্বল, নিদ্রালু, অলস ও যথেচ্ছাচারী লােকের দ্বারা কোন কাজই হয় না, মহৎ কাজ তাে দূরের কথা। 
Sri Ramakrishna

Sri Ramakrishna

() কুসঙ্গ, অসৎপ্রসঙ্গ, পরচর্চা, বাজে কাজে সময় নষ্ট করা—এইগুলি এড়িয়ে চলবে। সৎসঙ্গ, শাস্ত্রপাঠ, সৎচিন্তা, সদসৎ বিচার করবে। 
Sri Ramakrishna

Sri Ramakrishna



() জীবনের উদ্দেশ্য ও আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য রাখবে এবং তার সিদ্ধির জন্যে কায়মনােবাক্যে যত্ন করবে। অসীম ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে সাধনভজন করবে, কিছুতেই মনে নৈরাশ্য বা অবসাদ আসতে দেবে না। নিজের সুখস্বাচ্ছন্দ্য তুচ্ছ করে, ফলাকাঙকা ত্যাগ করে, ভগবানকে একমাত্র আপনার ও সর্বস্ব জেনে তাকে মন প্রাণ দিয়ে ভজনা করলে পরম আনন্দ ও শান্তির অধিকারী হবে।

No comments

Powered by Blogger.