সাধকজীবনে এই কটি গুণ ও নিয়ম অভ্যাস করা একান্ত দরকার—
সাধকজীবনে এই কটি গুণ ও নিয়ম অভ্যাস করা একান্ত দরকার—
Sri
Ramakrishna
|
(১)
ঈশ্বরে
দৃঢ় বিশ্বাস ও নির্ভর,
(২)
ব্রহ্মচর্যপালন—ইন্দ্রিয়নিগ্রহ,
অর্থাৎ
কামস-ত্যাগ।
ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের
অসারতা ও দোষ চিন্তা করে তাতে
অনাসক্ত ও বিতৃষ্ণ হবে,
বৈরাগ্যবান
হবে। বীর্যধারণ ছাড়া শরীর,
মন
ও বুদ্ধির পূর্ণ বিকাশ অসম্ভব।
বার বৎসর ব্রহ্মচর্য ঠিক ঠিক
পালন করলে মেধা বলে একটি সূক্ষ্ম
নাড়ীর সৃষ্টি হয়,
যা
থেকে ধারণাশক্তি ও সূক্ষ্ম
বিষয় উপলব্ধি করবার শক্তি
ফুরণ হয়। তখন স্বাস্থ্য অটুট
হয়,
দেহে
ও মুখে দিব্যকান্তি,
মনে
অদম্য তেজ আসে। ক্রিয়াশক্তি
ও প্রতিভা সাধারণ লােকের চেয়ে
অনেক গুণ বেশি হয়।
Sri
Ramakrishna
|
(৩)
আহারে-বিহারে
সংযম ও নিয়মবর্তিতা। খাদ্য
অনুত্তেজক,
বলকারী,
সহজপাচ্য
হওয়া চাই। লােভ ত্যাগ করতে
হবে। আহারের উদ্দেশ্য রসনাপরিতৃপ্ত
করা নয়,
শরীরকে
সুস্থ ও কার্যক্ষম রাখা ।
মুক্ত বায়ু সেবন ও লঘু ব্যায়ামের
অভ্যাস হিতকর। ভগ্নস্বাস্থ্য,
দুর্বল,
নিদ্রালু,
অলস
ও যথেচ্ছাচারী লােকের দ্বারা
কোন কাজই হয় না,
মহৎ
কাজ তাে দূরের কথা।
Sri
Ramakrishna
|
(৪)
কুসঙ্গ,
অসৎপ্রসঙ্গ,
পরচর্চা,
বাজে
কাজে সময় নষ্ট করা—এইগুলি
এড়িয়ে চলবে। সৎসঙ্গ,
শাস্ত্রপাঠ,
সৎচিন্তা,
সদসৎ
বিচার করবে।
Sri
Ramakrishna
|
(৫)
জীবনের
উদ্দেশ্য ও আদর্শের প্রতি
সর্বদা লক্ষ্য রাখবে এবং তার
সিদ্ধির জন্যে কায়মনােবাক্যে
যত্ন করবে। অসীম ধৈর্য ও
অধ্যবসায়ের সঙ্গে সাধনভজন
করবে,
কিছুতেই
মনে নৈরাশ্য বা অবসাদ আসতে
দেবে না। নিজের সুখস্বাচ্ছন্দ্য
তুচ্ছ করে,
ফলাকাঙকা
ত্যাগ করে,
ভগবানকে
একমাত্র আপনার ও সর্বস্ব জেনে
তাকে মন প্রাণ দিয়ে ভজনা করলে
পরম আনন্দ ও শান্তির অধিকারী
হবে।
No comments