কারেন্টে সক খেলে তাৎক্ষনিক ভাবে জীবন বাঁচাতে কী করবেন? - Spirituality Religion

Header Ads

কারেন্টে সক খেলে তাৎক্ষনিক ভাবে জীবন বাঁচাতে কী করবেন?

 কারেন্টে সক খেলে তাৎক্ষনিক ভাবে জীবন বাঁচাতে কী করবেন?

শুকনো খবরের কাগজ, উলের কাপড়, শুকনো কাঠের টুকরা অথবা রাবার দিয়ে ইলেকট্রিক শক খাওয়া ব্যক্তিকে ধাক্কা দিয়ে ইলেকট্রিক শকের উৎস থেকে আলাদা করুন দ্রুত বৈদ্যুতিক অফিসে খবর দিন কারণ দ্বিতীয় ধাপে শক খাওয়া ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে যেতে পারে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়ার ব্যবস্থা করুন

 

 

কারেন্টের শক খেলে সাথে সাথে যা করবেন,কিভাবে কারেন্ট থেকে বাঁচা যায়,বিদ্যুৎস্পৃষ্ট হলে বা কারেন্ট শক খেলে প্রাথমিক ভাবে করনীয়,কারেন্টে শক খেলে করণীয়,কারেন্ট লাগলে কি কি করণীয়,ইলেকট্রিক শকে আহত হলে তাৎক্ষণিক করণীয়,বিদ্যুৎস্পৃষ্ট হলে করনীয়,বৈদ্যুতিক সংযোগ স্থাপন হলে কি কি করণীয়,বৈদ্যুতিক শক,বিদ্যুতের শক,বৈদ্যুতিক শকের চিকিৎসা,বৈদ্যুতিক শকের প্রাথমিক চিকিৎসা,electricity shocked,electricity problem,electricity,electric burn,ac/dc current

কারেন্টে সক খেলে তাৎক্ষনিক ভাবে জীবন বাঁচাতে যা করবেন

নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন:

 

·         দ্রুত কারেন্টের উৎস থেকে নিজেকে সরিয়ে নিন। এটি করতে, আপনার হাত এবং পা ব্যবহার করে আপনার শরীরকে টেনে তুলুন। যদি সম্ভব না হয়, তাহলে আপনার শরীরকে আঁকড়ে ধরে রাখার জন্য কিছু ব্যবহার করুন

·         আপনার শরীর থেকে কারেন্ট সরিয়ে ফেলুন। এটি করতে, আপনার শরীরের যে অংশটি কারেন্টের সাথে সংযুক্ত, সেটি শুকনো কাপড় বা পোশাক দিয়ে ঢেকে দিন

·         আপনার শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করুন। যদি আপনি শ্বাস নিতে না পারেন, তাহলে CPR প্রদান করুন

·         দ্রুত হাসপাতালে নিয়ে যান

নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখবেন:

·         কারেন্টের উৎস থেকে নিজেকে সরানোর সময় আপনার হাত এবং পা ব্যবহার করুন। আপনার শরীরের যে অংশটি কারেন্টের সাথে সংযুক্ত, সেটি স্পর্শ করবেন না

·         আপনার শরীর থেকে কারেন্ট সরানোর সময় শুকনো কাপড় বা পোশাক ব্যবহার করুন। ভিজা কাপড় বা পোশাক কারেন্টের প্রবাহকে বাড়িয়ে তুলতে পারে

·         CPR প্রদান করার সময়, আপনার মুখ এবং নাক দিয়ে রোগীর মুখ বন্ধ করুন

·         দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একজনকে সাহায্য চান

কারেন্টে সক খেলে তাৎক্ষণিক ভাবে জীবন বাঁচাতে এই পদক্ষেপগুলি অনুসরণ করলে মৃত্যু বা গুরুতর আঘাতের ঝুঁকি কমানো যেতে পারে

 

Elictric shock emergency management

 

 

 

 

জীবনযাপন এখন অনেকটাই সহজ কাজের গতি বাড়িয়ে দিতে এখন ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতি বাড়িতে কম বেশি সব কাজই এখন কারেন্ট নির্ভর কাপড় ধোয়া হোক কিংবা রান্নার মশলা বাটা সবই করা যায় ইলেকট্রিক যন্ত্রপাতির সাহায্যে এসব জিনিসের ব্যবহার যেমন বেড়েছে তেমনই ঝুঁকিও বাড়ছে কারণ বাড়ি জুড়েই এখন কারেন্টের তারের প্যাঁচ একটু অসাবধানতায় ঘটে যেতে পারে দুর্ঘটনা লাগতে পারে কারেন্টের শক এক্ষেত্রে সচেতনতাই আপনাকে বাঁচাতে পারবে শুধু নিজেই না, আপনার প্রিয়জনকে বাঁচাতে জানতে হবে কারেন্টের শক লাগলে কী করতে হবে নিজে বা অন্য কাউকে কারেন্টের শক খেতে দেখলে জীবন বাঁচাতে যা করবেন চলুন জেনে নেই এই আয়োজনে

  • ইলেকট্রিক শক খেলে বা কাউকে শক খেতে দেখলে আতঙ্কিত হবেন না বরং সাহস রাখুন কারেন্টে শক খাওয়া ব্যক্তির গায়ে হাত দিবেন না ভুলেও এতে আপনিও একই সঙ্গে বৈদ্যুতিকস্পৃষ্ট হবেন
  • কারেন্টে শক খেলে প্রথমেই কারেন্টের মেইন সুইচ বন্ধ করুন। এরপর কারেন্টের শক খাওয়া ব্যক্তিকে উত্স থেকে আলাদা করুন। নিজের হাত দিয়ে আলাদা করতে যাবেন না। কোনও লাঠির সাহায্য নিতে পারেন
  • শুকনো খবরের কাগজ, উলের কাপড়, শুকনো কাঠের টুকরা অথবা রাবার দিয়ে ইলেকট্রিক শক খাওয়া ব্যক্তিকে  ধাক্কা দিয়ে ইলেকট্রিক শকের উৎস থেকে আলাদা করুন
  • দ্রুত বৈদ্যুতিক অফিসে খবর দিন। কারণ দ্বিতীয় ধাপে শক খাওয়া ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়ার ব্যবস্থা করুন। বুকের উপর জোরে চাপ দিয়ে হৃদযন্ত্র চালু করুন
  • মনে রাখবেন, জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা দিলে জীবন বাঁচানো সম্ভব
  • প্রাথমিক চিকিত্সার পর রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করুন
  • শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকলে বুঝবেন ভয় কেটে গেছে। রোগীকে বিশ্রাসে রাখুন। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারকে খবর দিন
  • নিয়মিত ইলেকট্রিক যন্ত্রপাতি দক্ষ মেকানিক দিয়ে পরীক্ষা করাবেন। হুট করে তা নষ্ট হয়ে গেলে বিপদ হতে পারে। 

No comments

Powered by Blogger.