সাধন বৈচিত্র্য : স্বামী ব্রহ্মানন্দ - Spirituality Religion

Header Ads

সাধন বৈচিত্র্য : স্বামী ব্রহ্মানন্দ

সাধন বৈচিত্র্য: স্বামী ব্রহ্মানন্দ

 স্বামী ব্রহ্মানন্দ
 স্বামী ব্রহ্মানন্দ


' সাধন - ভজন সম্বন্ধে সকলের এক নিয়ম খাটে না। কার কোন দিকে tendency (মতিগতি) আগে ভাল করে দেখতে হয়। কাকে ও তার ভাবের বিরোধী উপদেশ দিলে তার কোনোই  উপকার  হয় না বরং অপকারই হয়। এই জন্য আর কোন দিকে tendency সেটা ভালো করে দেখে, কী রকমভাবে বললে কথাটা সে সহজে নিতে পারবে সেটা বিশেষ করে বুঝি, তবে কাউকে কিছু বলা উচিত।'  
ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা ৫২' 
মন যত fine( সূক্ষ্ম) হতে থাকে, gross(স্থুল) জিনিসে আর সেই রস পায় না। ধরুন, আপনি প্রথমে পূজা আরম্ভ করলেন। কিছুদিনের পর দেখবেন, আপনা থেকেই মনে হবে জপ করা ভাল, তখন জপটা  বেড়ে যাবে। আবার কিছুদিন পরে মনে হবে ধ্যান করা ভাল, তখন শুধু ধ্যান করতে ইচ্ছা যাবে। এই রকম মানুষ ক্রমে ক্রমে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। একেই বলে natural growth (স্বাভাবিক উন্নতি)। এই রকমে মন যেটুকু লাভ করে তা নষ্ট হয় না।        
-ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা ১১৮

No comments

Powered by Blogger.