রাজা মহারাজ ভুবনেশ্বর মঠের বৈঠকখানায় বসে আছেন, হঠাৎ সেবকদের বললেন ঃ "তোরা ভিতরের দিকের দরজাগুলো সব বন্ধ করে দিয়ে বাইরে যা "তিনি কেন এমন কথা বললেন তারা জানে না৷ ঘটনাটি হলো —তিন জন যুবক কলকাতা থেকে বেড়াতে এসেছে ৷ তখনকার আধুনিক ছেলে, তারা ঠাকুর দেবতা, সাধু-সন্ন্যাসী মানে না ৷ এসব বিষয়কে তারা তুচ্ছ-তাচ্ছিল্য বা বিদ্রুপ করে ৷ তারা একটা হোটেলে উঠেছে ৷ কী কী দ্রষ্টব্য আছে জানতে চাওয়ায় হোটেলের মালিক বলেছে ঃ " এখানে কী আর এমন আছে ? মন্দির আছে, উষ্ণ প্রস্রবণ আছে, আর বেলুড় মঠের সাধু আছে ৷সেখানে যে মহারাজ আছেন তিনি রাজার মতো আড়ম্বরে থাকেন ৷ তাঁর সোনার গড়গড়া, আর কী ঠাটবাট ! "ছেলে তিনটি বলল " কেন , তাঁকে কেউ শিক্ষা দিতে পারে না ? " হোটেলের মালিক বলল " তিনি কত বড় মানুষ ! তাঁর কাছে গিয়ে কে কী শিক্ষা দেবে ? "ছোকরা তিন জন বলল ঃ " আচ্ছা, আমরাই দেখব ৷"তাই তারা এসেছিল মহারাজকে 'শিক্ষা' দিতে ৷ মহারাজের কাছে এসে তারা খুব আদর আপ্যায়ন পেল ৷ শুধু তাই নয়, তারা যেমন তাদের সঙ্গে ঠিক তেমনি করে তিনি হাসি-তামাশা করলেন ৷ তারা দেখল, মহারাজ তো এসবেও আমাদের হারিয়েp দেবেন ৷ তখন মহারাজের কাছে মাথা নুইয়ে তারা চলে গেল ৷ শিক্ষা দিতে এসে মহারাজের কাছেই তাদের শিক্ষা নিতে হলো—দিনের পর দিন !তাদের সেই উদ্ধত ভাব চলে গেল, শান্ত বিনয়ী হলো ৷মহারাজের শিক্ষা দেওয়ার ধারা ছিল এই রকম ৷ তাঁর ছিল অতিন্দ্রীয় দৃষ্টি ৷ তিনি প্রত্যেকের ভিতরটা দেখতে পেতেন এবং যে যেমন তার সঙ্গে সেরকম ব্যবহার করতেন ৷************************** স্বামী ভূতেশানন্দ
No comments