।।একটি মর্মস্পর্শী ঘটনা।। - Spirituality Religion

Header Ads

।।একটি মর্মস্পর্শী ঘটনা।।

।।একটি মর্মস্পর্শী ঘটনা।।


ঠাকুরের পার্ষদরা জানতেন, তাঁরা কে? 

একটি মর্মস্পর্শী ঘটনা স্বামী সারদানন্দজীর ‘মানুষ দৃষ্টি’ সম্বন্ধে অন্যরকম আলোকপাত করে। 
চন্দ্রমোহন দত্ত উদ্বোধনের এক বেতনভুক কর্মী। 

তিনি শ্রীশ্রীমায়ের কৃপাধন্য, স্বামী সারদানন্দেরও স্নেহের পাত্র। 

তাঁর বাবা যখন মৃত্যুশয্যায় শায়িত,
 স্বামী সারদানন্দই তাঁর চিকিৎসার ব্যবস্থা করে দেন এবং প্রতিদিন তাঁর খোঁজখবর নিতেন।

 একদিন তিনি চন্দ্রমোহনকে নিয়ে তাঁকে দেখতে তাঁদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন।

 চন্দ্র-এর অস্বস্তি হয় দারিদ্র্য পীড়িত ঘরে তাঁকে নিয়ে যেতে।
 বাড়িতে প্রবেশের পথ এক সরু গলি। 

চন্দ্র এগিয়ে যান, পিছনে তাকিয়ে দেখেন, 
স্থূলকায় সারদানন্দজী কাত হয়ে ধীরে ধীরে গলির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছেন।

 বাড়িতে ঢুকে তিনি চন্দ্রের বাবার শয্যার পাশে দাঁড়ালেন।

 যে সারদানন্দজী সহজে কারো প্রণাম নিতেন না, 
তিনি অযাচিতভাবে তাঁর পায়ের ধুলো মৃত্যুপথযাত্রীর মাথায় দিতে নির্দেশ দিলেন।

 পরিতৃপ্ত বৃদ্ধের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। 

তাঁর প্রাণে শান্তিবারি ঢেলে দিয়ে শরৎ মহারাজ ফিরে গেলেন।
(তথ্যসূত্র--‘ব্যক্তিমানুষ’, সারদানন্দচরিত, স্বামী প্রভানন্দ, পৃষ্ঠা- ৩৫৩)

No comments

Powered by Blogger.