নির্বাণানন্দজী স্মিত কথা ― স্বামী চেতনানন্দ ।।
১৯৬৪-৬৫ সালে আমরা যখন বেলুড় মঠে ট্রেনিং সেন্টারে ছিলাম , তখন সন্ধ্যায় ধ্যানজপের পর ঠাকুরের ভোগের ঘন্টা পড়লে আধ ঘন্টার জন্য স্বামী নির্বাণানন্দের কাছে যেতাম ।
তিনি আমাদের ঠাকুরের শিষ্যদের অনেক পুরনো কথা বলতেন ।
একদিন নির্বাণানন্দজী হরি মহারাজকে বলেন ,'' মহারাজ , মা-বাপ ছাড়লুম , ঘরবাড়ি ত্যাগ করলুম , আপনাদের সান্নিধ্যে এলুম―কই এখনও তো ভগবান লাভ হলো না ।
"হরি মহারাজ সান্ত্বনা দিয়ে বললেন :'" দেখ , তোমরা সব কল্পতরুর নীচে এসেছ । ঐ বৃক্ষে অজস্র ফল ঝুলছে । একদিন না একদিন ঐ ফল পড়বেই পড়বে এবং তুমি যদি ঐ নিচে থাক তবে ফল (মুক্তি বা ভগবদদর্শন ) পাবেই পাবে ।
তবে যদি ঐ ফল এখুনি চাও–shake the tree , shake the tree ―অর্থাৎ ঐ গাছে দারুণ ঝাঁকুনি দাও ।
তীব্র পুরুষাকার প্রয়োগ করলে শীঘ্রই মুক্তিরূপ ফল পাওয়া যায় ।""এই স্মৃতিটি আমাদের নিরাশ হৃদয়ে জাগায় আশা ।
আমরা কল্পতরু রামকৃষ্ণের কাছে যখন এসেছি তখন আর ভাবনা কি ।― স্বামী চেতনানন্দ ।।
No comments