তবে
হাজার রকম কেলোর কিত্তি দেখতে
হলে লোকাল ট্রেনের সেকেন্ড
ক্লাসটাই চাই।ট্রেন চলছে
ঘুটুর ঘুটুর। কেউ ঢুলছে,
কেউ
খলবল করছে,
কেউ
কেউ মোবাইলে মশগুল।এটা চেনা
ছবি। এরপর মঞ্চে এল একটি অচেনা
ছেলে। সে একে একে মোবাইলওলাদের
কাছে গেল। কাঁধে টোকা মারল।
পাঁচ টাকার কয়েন পেল। সবাই
অবশ্য দিল না। কেউ কেউ দিল।ব্যাপারটা
মাথায় ঢুকল না। নেট ঘাঁটার
জন্য লোকাল ট্রেনে আজকাল
ট্যাকসো দিতে হয় নাকি?একজনকে
বললাম-
কিসের
টাকা দিলেন ভাই?:
আর
বলেন কেন দাদা,
এই
ফেসবুক,হোয়াটস্
অ্যাপ এর খপ্পরে পড়ে যা অবস্হা,
যার
আন্দুলে নামার কথা সে চলে
যাচ্ছে দেউলটি,
যার
উলুবেড়ে যাওয়ার কথা সে গড়িয়ে
যাচ্ছে মেচেদা অব্দি। আমি তো
একবার হাওড়ায় চেপে সেই হাওড়ায়
গিয়ে নামলাম। এখন আর কোনও
চিন্তা নেই,
কোলাঘাট
এলে ছেলেটা আমাকে ধাক্কা মেরে
হলেও ট্রেন থেকে নামিয়ে দেবে।
No comments