কাজী নজরুল ইসলাম
“জয়তু শ্রীরামকৃষ্ণ নমো নমঃ।
সর্ব-ধর্ম-সমন্বয়-কারী নব-রূপে অবতার পুরুষপরম ।।
সর্ব-ধর্ম-সমন্বয়-কারী নব-রূপে অবতার পুরুষপরম ।।
ঈশ্বরে বিশ্বাস জানকীর প্রায়
বন্দিনী ছিল কামনার লঙ্কায়,
উদ্ধারিলে তারে তোমার তপস্যায় শক্তিরে জাগাইয়া শ্রীরাম-সম ।।
বন্দিনী ছিল কামনার লঙ্কায়,
উদ্ধারিলে তারে তোমার তপস্যায় শক্তিরে জাগাইয়া শ্রীরাম-সম ।।
তোমার কথামৃত কলির নববেদ একাধারে রামায়ণ গীতা,
বিবেকানন্দ মাঝে লক্ষণ অর্জুন শক্তি করিলে পুনজীবিতা ।।
বিবেকানন্দ মাঝে লক্ষণ অর্জুন শক্তি করিলে পুনজীবিতা ।।
ভূভারতের কলহের কুরুক্ষেত্রে
দাঁড়াইলে তুমি আসি সকরুণ নেত্রে,
বাজালে অভয় পাঞ্চজন শঙ্খ, বিনাশিলে অধর্ম, হিংসা, আতঙ্ক।
প্রেম-নদীয়ায় তুমি নব-গৌরাঙ্গ সকল জাতির সখা, প্রিয়তম"।।
দাঁড়াইলে তুমি আসি সকরুণ নেত্রে,
বাজালে অভয় পাঞ্চজন শঙ্খ, বিনাশিলে অধর্ম, হিংসা, আতঙ্ক।
প্রেম-নদীয়ায় তুমি নব-গৌরাঙ্গ সকল জাতির সখা, প্রিয়তম"।।
.....কাজী নজরুল ইসলাম
No comments