কর্মযোগ কর্ম উপাসনা
Work and worship কর্ম এবং উপাসনা একসঙ্গে করবার অভ্যাস করতে হবে কেবল সাধন-ভজন নিয়ে থাকলে ভালো কিন্তু কয়জন তা পারে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 86 কর্ম করতে গেলে প্রথমত করমেতে খুব প্রীতি থাকা চাই দ্বিতীয়ত ফলের দিকে দৃষ্টি থাকবে না তবে ঠিক ঠিক কর্ম করা যায় এই হলো কর্মযোগ a secret বা কৌশল যা কিছু করবি সবই ঠাকুরের কাজ জানবে তাহলে করমেতে কখনো আবৃতি হবেনা ফলে তেও আসক্তি আসবেনা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 127 কর্মের মধ্যে থাকতে থাকলে একটা tanning গরম হয় তখন সেই মনকে সাধন-ভজনের লাগাতে পারা যায় নইলে ভাসাভাসা রাখলে সাধন-ভজনের সময় ও সেই মতো হয় একটা সময় আসে যখন সব ছেড়ে শুধু যোগদান নিয়ে থাকতে ইচ্ছা হয় তখন কাজ অমনি ছুটে যায় ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 87 কাজ করবার সময় একবার তাদের প্রণাম করবি আবার কাজ করতে করতে মাঝে interval অবসর পেলে তাদের স্মরণ করবে কাজ শেষ করে আবার প্রণাম করবি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 89 জীবনের উদ্দেশ্য ভগবান লাভ কর্ম জীবনের উদ্দেশ্য নয় তবে নিষ্কাম কর্ম একটা উপায় সাধন করে এগিয়ে পর সাধন করতে করতে এগিয়ে গেলে শেষে জানতে পারবি যে ঈশ্বরই বস্তু আর সব ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ 61
No comments