জ্ঞানযোগ
তিতিক্ষা সর্ব দুঃখ নাম অপ্রীতিকর আমার অবস্থা এখন ঐরূপ তোমরা এটি ধারণা কর ব্রহ্মানন্দ লীলা কথা পৃষ্ঠা 198
বৈরাগ্য ত্যাগ ত্যাগ তেমনি লাভ হবে বৈরাগ্য আশ্রয় করো তাকে লাভ করি আনন্দে অধিকারী হবে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 95
মানুষকে তিনি দুইটি জিনিস দিয়েছেন বিদ্যা ও বিদ্যা বিদ্যা দুই রকম বিবেক ও বৈরাগ্য নিলে মানুষ ভগবানের শরনাপন্ন হয় ছয় প্রকার কাম-ক্রোধ ইত্যাদি এদের আশ্রয় নিলে মানুষ পশু ভাবাপন্ন হয় বিদ্যার কালচার অনুশীলন করলে না হয় আবার অবিদ্যার কালচার করলে আমি ও আমার জ্ঞান বেড়ে গিয়ে মানুষকে সংসারে আবদ্ধ করে রাখে ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় এবং অশেষ দুঃখ যন্ত্রণা পেতে হয় তিনি জীবকে বিদ্যা ও অবিদ্যা শুধু এই দুইটি জিনিসই দিয়েছেন তা নয় এ দুটির মধ্যে ভাল-মন্দ বিচার করে নেবার শক্তি ও আবার দিয়েছেন মানুষ যেটি ভাল মনে করে সেটি নেবে ফলো সেইরকম পাবে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 95
দেহ সুখ ত্যাগ করা কি সোজা রে তার অনেক কৃপা থাকলে পূর্ব জন্মের অনেক তপস্যা থাকলে তবে মানুষ সেই শক্তি-সামর্থের অধিকারী হয় ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 93-110
রাস্তা নেই ত্যাগের মহিমা তাদের ধারণা হবে যাদের মন এখনো সংসারে ছড়িয়ে পড়েনি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 64
রাম ও কাম একসঙ্গে হয়না একটা না ছাড়লে আর একটা ধরা যায়না বড় জিনিসের স্বাদ না পেলে ছোট জিনিসকে ছাড়া যায় না ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 65
No comments