আধ্যাত্ম পথের অন্তরায় ও তার অপসারণ - Spirituality Religion

Header Ads

আধ্যাত্ম পথের অন্তরায় ও তার অপসারণ

না না নিরাশ হবার কোনই কারণ নেই কর্মের ফল অনিবার্য হেলায় হোক আর খুব ভক্তিতে হোক ভক্তির শহীদি হোক নাম করলে তার ফল হবেই কিছুকাল নিয়মিত রূপে সাধন কর ধর্ম প্রসঙ্গে পৃষ্ঠা 24-25

প্রথম প্রথম ধ্যান তো মনের সঙ্গে যুদ্ধ দোলায়মান মনকে ক্রমাগত ট্রেনে এনে উৎপাদনে লাগাতে হয় এতে কিছুক্ষণ পরে একটু মাথা গরম হয় এজন্য প্রথম প্রথম বেশি ধ্যান-ধারনা করে ব্রেনকে মস্তিষ্কের খুব একসেপ্ট করতে বেশি ঘাটতে নেই খুব আস্তে আস্তে বাড়াতে হয় কিছুদিন এইরূপ অভ্যাসের ফলে যখন ঠিক ঠিক ধ্যান হবে তখন এক আসনে বসে 24 ঘণ্টা ধ্যান-ধারণা করলে কোন কষ্ট হবে না বরং শক্তির পর শরীর ও মন যে রুপ স্বচ্ছন্দ হয় সেই রূপ বোধ হবে আর ভিতরে খুব আনন্দ অনুভব হতে থাকবে ধর্ম প্রসঙ্গে স্বামী পৃষ্ঠা 25

কে সময়কার মনের অবস্থা বড়ই কষ্ট দায়ক একবার আসা আবার নিরাশা কখনোই কখনো হাসি কখনো কান্না বস্তু লাভ না হবার পর দিনের পর দিন এই ভাবে কেটে যায় তবে তেমন গুরু হলেও অবস্থা তার তারা মনটাকে চট করে তুলে নিতে পারে কিন্তু এই রূপ অসময়ে মনকে তুলে দিলে তার বেগ ধারণা করা যায় না বরং শরীর ও মনের অনিষ্ট হয় ও অবস্থা খুব সাবধানে চলতে হয় সদ্গুরুর আশ্রয় থেকে তার উপদেশ অনুযায়ী সাত্ত্বিক আহার পূর্ণ ব্রহ্মচর্য পালন ইত্যাদি নিয়মগুলি ঠিক ঠিক ভাবে পালন করতে না পারলে মাথা গরম মাথা ঘোরা ইত্যাদি নানা রোগে ভুগতে হয় ধর্ম প্রসঙ্গে স্বামী পৃষ্ঠা 27

ভয় ও দুর্বলতা মন থেকে দূর করে দাও পাপ পাপ ভেবে মন কখনো খারাপ করবে না যত বড় পাপী হোক না কেন লোকের চোখে তা বড় ভগবানের দিক দিয়ে তা কিছুই না তার কটাকে কোটি কোটি জন্মের পাপ মুহূর্তে ছিন্ন হতে পারে লোককে পাপের পথ থেকে নিবৃত করবার জন্য পাপের মতো গুরুতর শাস্তির কথা লেখা আছে তবে কর্মের ফল আছেই অন্যায় কাজ করলে তোর জন্য মনে অশান্তি আসে ধর্ম প্রসঙ্গে পৃষ্ঠা 51 থেকে 52

চোখের সামনে কত ভোগ সুখ দেখছিস চোখ বুজলেই সব অন্ধকার এই যে ভোগের জিনিস রয়েছে এরা অন্ধকার থেকে আরো অন্ধকারে তোকে নিয়ে যাবার চেষ্টা করছে অন্ধকারে হোঁচট খেয়ে রাস্তা চলবে না আলোয় রাস্তা চলবি আলোর আভাস যখন পেয়েছি তখন আর ওদিকে তাকাই নেই ডুবে যাবে যাবি বউ বাসনার insurance প্রভাব এত বেশি যে মনে কোনরকমে যদি একটা ছাপ তারা মারতে পারে তো হর হর করে নিচে নামিয়ে নিজে যাবে তোকে বুঝতেও দেবে না যে তুই নিচে নেমে যাচ্ছি এই সব বিপদ থেকে রক্ষা পাবার একমাত্র উপায় নিজেকে সম্পূর্ণরূপে তাঁর চরণে বিকিয়ে দেওয়া ধর্ম পৃষ্ঠা 61- 62

ঠাকুর তোদের সঙ্গে সঙ্গে রয়েছেন একটু কর না দেখবি তিনি হাত বাড়িয়ে রয়েছেন তিনি সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন তার কত কৃপা এসব কি বোঝানো যায় ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 77

আপনি একটু কাটুন আপনার ভিতরে জিনিস আছে একটু খাটলে হয়ে যাবে struggle চেষ্টা চেষ্টা you must have to study hard আপনাকে প্রাণপণে চেষ্টা করতে হবে লেগে যান একটু খাটলে দেখতে পাবেন কি আনন্দ কি মজা এই মায়া অতিক্রম করতে হবে এই জীবনে এর পারে যেতে হবে এই মায়া অতিক্রম করা কি সহজ খুব পরিশ্রম করুন খুব বিশ্বাস থাকা চাই সন্দেহের লেশ মাত্র থাকলে হবে না জোর করে বিশ্বাস করতে হবে ধর্ম প্রসঙ্গে স্বামী 114 -115


ভাববেন এই ভাবটা প্রতিকূল ভাব আমার অত্যন্ত বিননগর আমার পরম শত্রু আমার সর্বনাশ করতে পারে এই চিন্তা আপনি বারবার মনের উপর ইমপ্রেস অঙ্কিত করুন দেখবেন আপন আপনা থেকে সে ভাবটা মন থেকে চলে গেছে মনে করুন এই যে ছেলেটা বসে রয়েছে ও ছেলেটাকে আপনি ভাবুন ওটা কিছু 9 অতি অপদার্থ তখন দেখবেন ও ছেলেটার সম্বন্ধে আপনার মনে কোন impression এ সংস্কার হবে না ওর দিকে আপনার মন আর মোটেই যাবে না আর একটা কথা ধরুন একটি ছোট ছেলের কথা সে জানে না বিষ খেলে কি হয় তার কাছে খানিকটা 20 থাকলে সে ভয় পায় না কিন্তু আপনি যদি খানিকটা 20 দেখতে পান তাহলে শিউরে উঠে বাপরে বলে 10 হাত দূরে সরে যান আপনি জানেন কি না বিষ খেলে মানুষ মরে যায় মনটা এমন মজার জিনিস যা শেখাবেন তাই শিখবে ধর্ম প্রসঙ্গে পৃষ্ঠা 118 থেকে 119


No comments

Powered by Blogger.