রাজ্য চিত্র সংযমের উপায় - Spirituality Religion

Header Ads

রাজ্য চিত্র সংযমের উপায়

ব্রহ্মচর্য ছাড়া কোনো বড় ভাবের ধারণা হয় না শরীর মন ও ব্রেন মস্তিষ্ককে পুষ্ট করতে হলে তাদের ফুল্লি development পূর্ণ বিকাশ করতে হলে ব্রহ্মচর্য চাই ব্রহ্মচর্য পরায়ণ ব্যক্তির একটা স্পেশাল বিশেষ নারী হয় যার জন্য তার স্মৃতি শক্তি ধারণা শক্তি অদ্ভুত রকম বেড়ে যায় আমাদের আচার্যরা ব্রহ্মচর্যের উপর কেন এত জোর দিয়েছেন তারা জানতেন এই জায়গাটা ঠিক না থাকলে সব গেল ব্রহ্মচারীর শরীর পোস্ট ক্ষয় নেই কাজেই সে বাইরে পালোয়ান নাও হতে পারে কিন্তু দিন দিন তার ব্রেইন এর মস্তিষ্ক উর্বরতা এত বেড়ে যায় যে সহজেই অতীন্দ্রিয় রাজ্যের তত্ত্ব ধারণা করবার সামর্থ্য হয় ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 52 থেকে 53 
আমাদের স্বাস্থ্য বলেন যারা 12 বছর কায়মনোবাক্যে বর্জ্য পালন করে তাদের পক্ষে ভগবান লাভ করা খুব সোজা এরূপ হওয়া ভারি শক্ত আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি ঠিক ঠিক জানি না হলে ঠিক ঠিক ধ্যান হওয়া অসম্ভব জয় করা ভারি শক্ত ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বৃষ্টি দেখবে ব্রহ্মচর্য পালনের শক্তি বৃদ্ধি হবে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ ভগবানে ভালবাসা ও বিশ্বাস না হলে ব্রহ্মচর্য রাখা বড় শক্ত ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 94 
যারা ব্রহ্মচারী জীবন-যাপন করতে চায় তাদের সদা সর্বদা নিজেকে নিজের মনকে সদৃশ্য এনার্জি নিযুক্ত করে রাখতে হবে সব বিষয়ে আলোচনা ঠাকুর সেবা সাধুসেবা সাধুসঙ্গ ওজন নিয়ে থাকতে হবে একমাত্র এই উপায়ই নিজেকে তৈরি করা যেতে পারে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 94 
খুব শক্তি হয় একটা লোক কাজ করতে পারে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ মনটাকে ঠিক কম্পাসের কাটার মত করতে হবে জাহাজ যেদিকেই থাকনা কেন কম্পাসের কাঁটা ও উত্তর দিকে থাকে তাই জাহাজের দিক ভুল হয় না মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে তাহলে তারও আর কোন ভয় থাকে না ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 72 
তপস্যা আসল তপস্যা তিনটি জিনিসের উপর প্রতিষ্ঠিত প্রথম সত্যাশ্রয়ী হতে হবে সত্যটাকে সর্বদা ধরে থাকতে হবে প্রত্যেক জিনিস প্রত্যেক কার্য বিজয়ী হতে হবে তৃতীয় বাসনা জয়ী হতে হবে এই এই তিনটি পালন করতেই হবে জীবন ফলানো বা সাধন আসল তপস্যা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 6 ষট্টি জ্বালিয়ে আগুনের মধ্যে বসা তো খুব সোজা কাম রিপু দমন করে রাখা ওদের এক্সপ্রেস প্রকাশ হতে না দেওয়া এতো তপস্যা নপুংসক কি কর্ম কাম-ক্রোধ আদি রিপু দমন শ্রেষ্ঠ তপস্যা ধর্ম পৃষ্ঠা 25 
তাকে জানবার জন্যই তপস্যা তপস্যা ছাড়া কি কিছু হয় ব্রম্ভা প্রথমে শুনেছিলেন টপ টপ টপ দেখছোনা অবতার পুরুষদের পর্যন্ত কত খাটতে হচ্ছে কেউ কি না সেই কিছু পেয়েছে buddha শংকর চৈতন্য এদেরও কত তপস্যা করতে হয়েছে আহা কি ত্যাগ কি তপস্যা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 85

No comments

Powered by Blogger.