আ - Spirituality Religion

Header Ads

সাধনার মূল ভিত্তি খাদ্য সাধনার প্রথম অবস্থায় খাওয়া-দাওয়া সম্বন্ধে বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন শরীরের সঙ্গে মনের খুবই নিকট সম্বন্ধে খাবার দোষে শরীর অসুস্থ হলে ধ্যান-ধারণা করা অসম্ভব সেই জন্যই খাওয়া-দাওয়া সম্বন্ধে অত বিধি ব্যবস্থা রয়েছে এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয় অথচ পুষ্টিকর উত্তেজক নয় আবার বেশি খাওয়া ভালো নয় তাতে তমোগুণ বৃদ্ধি করে খাদ্যদ্রব্য আধপেটা খাবে জল এক-চতুর্থাংশ খাবে বাকি এক-চতুর্থাংশ বায়ু চলাচলের জন্য খালি রাখবে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 25
সর্ষের পুতুলের মত সরষে ফুলে গেলে ছড়িয়ে পড়লে উড়িয়ে তোলা যেমন শক্ত বয়স হলে মন যখন সংসারের ছড়িয়ে পড়বে তখন সেই মনকে ghutna ঈশ্বরীয় বিষয়ে লাগানো তেমন শক্ত তাই তোদের বলি ছড়িয়ে যাওয়ার আগে মনটা করে নেয় এরপর হলে মন যখন সংসারে ছড়িয়ে যাবে তখন সদ্ভাবে মন লাগাতে গেলে বেগ পেতে হবে কষ্ট পেতে হবে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 90
সত্য রক্ষা কেউ কোন কথা দিলে যে করেই হোক সে কথা রাখবে যদি সন্দেহ হয় পারবি নি তাহলে বলবি চেষ্টা করব ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 111 
নিষ্ঠা খুব লেগে যান কিছুতেই ছাড়বে না টু ডু অর ডাই লেডিস ফটো সাধন কিংবা শরীর পাতন এটি আপনার জীবনে আদর্শ হোক ভগবান লাভ করতেই হবে এই জীবনে করতে হবে যদি এই দেহে ভগবান লাভ না হয় হল যদি এই মন দ্বারা তাকে লাভ করা না যায় তবে কাজটি এই শরীর দিয়ে কি হবে এই মন দিয়ে এই শরীর মন ধ্বংস হলেই বা আমার ক্ষতি কি যে রকমই হোক আমার ভগবান লাভ করতে হবে তাতে শরীর thake ure jabe ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 117
একটা মস্ত জিনিসটা না থাকলে কোন কাজে successful কৃতকার্য হওয়া যায় না এমন চাই যে যে অবস্থায় থাকি না কেন আমাকে আমার নিয়ম পালন করতেই হবে সকল বিষয়ে একটা নিয়ম করে নিবি এত সময় ধ্যান করব এত সংখ্যা যোগ করব এত সময় পর্ব এত সময় ঘুমাব ইত্যাদি irregular life অনিয়মিত জীবন হলে কোন কাজে successful কৃতকার্য হওয়া যায়না life নিয়ন্ত্রিত জীবন শারীরিক ও মানসিক ডেভলপমেন্ট বিকাশের একমাত্র উপায় ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 49
 আন্তরিকতা আমরা বাইরের moment চাল-চলন দেখে লোভ ভালো কি মন্দ বিচার করি কিন্তু ভগবান অন্তর্যামী তিনি মন দেখে বিচার করেন সরল প্রাণে একটিবার ডাকলেই তিনি দৌড়ে আসবেন সরল হও মন মুখ এক কর তার রাজ্যে অবিচার নেই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 39
 বিশেষ দরকার তাদের দেখলে তাদের কথা শুনলে মনে ধর্মভাব ও উদ্ভব জেগে ওঠে এবং সংশয় সব দূর হয়ে যায় তাদের পবিত্র জীবন ভাবনা জীবন দেখে মন যতটা inspiring speech প্রভাবিত হয় শত বই পড়লেও তা হয় না ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ 20:30 কোন মহাপুরুষের কাছ থেকে জেনে নিয়ে mathematically যথা পদ্ধতি সাধন করতে হয় করলে কি হয় মাঝে ছেড়ে দিলে আবার হাঁটতে হয় অবশ্য পূর্বে তাই একবারে নষ্ট হয় না সাধন-ভজন করলেই কাম ক্রোধ আদি সব চলে যাবে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 77
 সাধুদের কাছে গেলেই হয় না সরল প্রাণে তাদের নিকট প্রশ্ন করে মনের সন্দেহভাজন করতে হবে তাদের কার্য পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন গঠন করতে হবে নিজে কিছু না করে শুধু সাধুদের কাছে গেলেই হবে ও ওসব fakir কথা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ 30
 শ্রদ্ধা ভগবান মনে ঠিক করে নিতে হবে যে তাকে লাভ করলে তার কৃপা পেলে আমার জীবনের সব কোস্চেন সল্ভ মীমাংসা হয়ে যাবে আমরা যে জন্য পৃথিবীতে আসা সার্থক হয়ে যাবে আমি অমৃতের আস্বাদ পেয়ে অমর হয়ে যাব
ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 52
 শক্তি তোমাদের যথেষ্ট রয়েছে নিজের উপর বিশ্বাস রাখো তার নাম শুনছি তার কথা তার নাম করেছি আমাকে ভয় দূর্বলতা থাকতে পারে না তার কৃপায় আমি তাকে লাভ করবে এ জীবনে পিছনে ফিরে তাকিওনা এগিয়ে যাও তার দর্শন পেয়ে ধন্য হয়ে যাবে মনুষ্য জন্ম সার্থক হবে অপার আনন্দের অধিকারী হবে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 97
বিশ্বাস কি প্রথমেই হলে তবেই বিশ্বাস হয় কিন্তু তার আগে শুধু গুরু মহাপুরুষদের বাক্য বিশ্বাস করে ব্লেন্ড অন্ধ বিশ্বাস নিয়ে এগোতে হয় ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পৃষ্ঠা 85

No comments

Powered by Blogger.